অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ
আপনি নিশ্চয়ই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে চাচ্ছেন। তাই গুগলে সার্চ করে আমাদের এই পোস্টটি ওপেন করেছেন। এই পোস্টে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে পারি সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি।
আপনার কাছে যদি একটি ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার থেকে থাকে তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ অনুসরণ করে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
ভূমিকাঃ অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ
অ্যান্ড্রয়েড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম। বর্তমান সময়ের একটি বিরাট সমস্যা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো বিভিন্ন ধরনের ব্লোটওয়্যার নিয়ে বাজারে আসে। বিশেষ করে কম বাজেটের ফোনগুলোতে বেশি ব্লোটওয়্যার দেখা যায়। এই ব্লোটওয়্যার গুলো আমাদের ফোনের র্যাম ও মেমোরি অনেকাংশে দখল করে রাখে। এছাড়া ব্যাটারি লাইফ কমানো এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপার তো রয়েছেই। তবে এই ব্লোটওয়্যার গুলো আমাদের কাছে তেমন সমস্যা মনে হতো না যদি আমরা এগুলো অন্যান্য অ্যাপস এর মত আনইন্সটল করতে পারতাম। অ্যান্ড্রয়েড ফোন তৈরি করার সময় এর সফটওয়্যার সেকশনে বিভিন্ন ধরনের অ্যাপস যুক্ত করা হয় যা সিস্টেম অ্যাপ নামে পরিচিত। সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েড ও.এস. এর মধ্যে এমন ভাবে যুক্ত করা হয় যা পরবর্তীতে বিশেষ অনুমতি ছাড়া আনইন্সটল করা যায় না। তবে আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে এবং স্টেপ-বাই-স্টেপ অনুসরণ করলে আপনার ফোনে থাকা যেকোনো ব্লোটওয়্যার খুব সহজেই রিমুভ করতে পারবেন তা ও কোনো রকম রুট করার জামেলা ছাড়া। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
ব্লোটওয়্যার কি
আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা ব্লোটওয়্যার শব্দটি শুনেছে কিন্তু ব্লোটওয়্যার মূলত কি সে সম্পর্কে কোন ধারণা নেই। ফোনে সাধারণত অনেক প্রি-ইনস্টল অ্যাপস বা সফটওয়্যার থাকে। এগুলোর মধ্যে অনেক সফটওয়্যার রয়েছে যা ফোনের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। কিন্তু এরকম অনেক সফটওয়্যারই রয়েছে যা ইউজারের কোন কাজে লাগে না। এইসব প্রি-ইনস্টল বা আগে থেকে ইনস্টল করা অ্যাপস বা সফটওয়্যারকে ব্লোটওয়্যার বলে। ব্লোটওয়্যার সাধারণত তিন ধরনের হয়ে থাকেঃ
- থার্ড পার্টি ব্লোটওয়্যার
- ম্যানুফ্যাকচারার ব্লোটওয়্যার
- গুগল ব্লোটওয়্যার
বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরড সফটওয়্যার অ্যান্ড্রয়েডে প্রি-ইনস্টল করে দিয়ে থাকে। এগুলোকে থার্ড পার্টি ব্লোটওয়্যার বলা হয়। এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ সফটওয়্যার-ই আনইন্সটল করা যায়। বিভিন্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের নিজস্ব কিছু ব্লোটওয়্যার ফোনে ইন্সটল করে দিয়ে থাকে। যার বেশিরভাগই বিশেষ অনুমতি ছাড়া আনইন্সটল করা যায় না। এছাড়া গুগলের কিছু নিজস্ব ব্লোটওয়্যার রয়েছে যা অনেক ইউজারের কাজে আসে না এবং ফোন থেকেও রিমুভ করা যায় না। স্মার্টফোনের জন্য ব্লোটওয়্যার অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। কারণ অনেক সফটওয়্যারের ট্রায়াল ভার্সনও ব্লোটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। এতে করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্র্যাশ এর ঘটনা ঘটতে পারে। একটি স্মার্টফোনে ব্লোটওয়্যার থাকলে যে সমস্যাগুলো হতে পারে তা হলোঃ
- প্রথমত ব্লোটওয়্যার গুলো অনেক র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ দখল করে রাখে।
- ব্লোটওয়্যার গুলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে ফোনের রিসোর্স ব্যবহার করে তাই ব্যাটারি লাইফ অনেক কম পাওয়া যায়।
- এছাড়া অনেক ব্লোটওয়্যার রয়েছে যাদের কোন সিকিউরিটি আপডেট আসে না। এগুলোর দ্বারা ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে ব্লোটওয়্যার রিমুভ করবো
ব্লোটওয়্যার অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে অতিষ্ঠ করে ফেলেছে। বিশেষ করে যারা কম বাজেটের ফোন ব্যবহার করে তাদের ফোনে অনেক বেশি ব্লোটওয়্যার দেখা যায়। শুধু ব্লোটওয়্যার নয় এগুলোতে ব্লোটওয়্যারগুলো থেকে আসা বিভিন্ন অ্যাড মাঝে মধ্যে স্ক্রিনে দেখায়, যা খুবই বিরক্তিকর। কিছু ব্লোটওয়্যার রয়েছে যা আনইনস্টল করা যায়। তবে অধিকাংশ ব্লোটওয়্যার স্বাভাবিকভাবে আনইন্সটল করা যায় না। এগুলোকে আনইন্সটল করতে হলে বিশেষ ধরনের পারমিশন এবং অ্যান্ড্রয়েড ও.এস. সম্পর্কে ধারণা থাকতে হয়। তবে আপনার ভয় পাওয়ার কোন কারণ নেই। আজকের এই পোস্টে আমরা রেডমি, পোকো, ওয়ালটন, স্যামসাং, ভিভো ইত্যাদি সবধরনের অ্যান্ড্রয়েড ফোনে থাকা ব্লোটওয়্যার রিমুভ করা শিখিয়ে দিবো। ব্লোটওয়্যার আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর এবং এগুলো আমাদের কোনো কাজে আসে না বলে আমরা অনেকেই এগুলো ফোন থেকে রিমুভ করতে চায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। ফোনকে রুট করে সব ধরনের ব্লোটওয়্যার রিমুভ করে ফেলা যায়। তবে আজকের এই পোস্টে আমরা রুট করা ছাড়া কিভাবে এন্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করা যায় সে সম্পর্কে জানবো। অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করার জন্য আমরা আজকে কয়েকটি মেথড সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন এবং সবগুলো নিয়মের থেকে একটি নিয়ম ফলো করেন তাহলেও আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করার জন্যে নিচে দেওয়া উপায় গুলো অনুসরণ করুন।
ADB সেটআপ করা
ADB মানে অ্যান্ড্রয়েড ডিবাগিং ব্রিজ (এডিবি)। এডিবি হচ্ছে একটি কমান্ড লাইন টুল যা অ্যান্ড্রয়েড ডিভাইস এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি দ্বারা ডেভলপাররা অ্যান্ড্রয়েড এর বিভিন্ন পরীক্ষামূলক কাজকর্ম করে থাকে। তবে এর ব্যবহার শুধুমাত্র ডেভলপারদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আপনি যদি অ্যান্ড্রয়েডের অন্যন্য কিছু বৈশিষ্ট্য ব্যাবহার করতে চান তাহলে এডিবি আপনাকে সেই সুযোগ তৈরি করে দিতে পারে। এডিবি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজকর্মের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসের ফাইল এক্সেস, ডিভাইসে বিভিন্ন প্রকার কমান্ড রান, ডিভাইসের বিভিন্ন তথ্য ইত্যাদি দেখা যায়। এছাড়াও আরো অনেক কাজকর্ম এডিবির মাধ্যমে করা যায়। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ইত্যাদি সকল ও.এস এর মধ্যেই এডিবি ব্যাবহার করা যায়। ADB ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস এবং কম্পিউটারের মধ্যে USB সংযোগ দরকার হয়। অ্যান্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে এডিবি সেটাপ করে নিতে হবে। নিচে এডিবি সেটাপের বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ADB এর জন্যে অ্যান্ড্রয়েড ডিভাইস সেটআপ করা
আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার রিমুভ করত চাই সেহেতু আমাদের ফোনকে প্রথমে ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের সাথে যুক্ত করতে হবে। এবং যুক্ত করার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে এডিবি এর জন্য সেটআপ করতে হবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে এডিবি সেটাপ না করে কাজটি শুরু করতে চান তাহলে ব্লোটওয়্যার রিমুভ করা সম্ভব নয়। অনেকের প্রশ্ন থাকে এডিবি সেটআপ করলে ফোনের কোন ক্ষতি হয় কিনা! এর উত্তর হলো ফোনে এডিবি সেটআপ করা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের একটি প্রোগ্রাম চালু করা। এই কাজটি তেমন কঠিন কোন কাজ নয়। অ্যান্ড্রয়েড ফোনে এডিবি সেটাপ করা খুবই সহজ। আমাদের দেখানো নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এডিবি সেটআপ সম্পন্ন করতে পারেন। নিচে এন্ড্রয়েড ফোনে এডিবি সেটাপ করার সম্পূর্ণ প্রক্রিয়া স্ক্রিনশট এর মাধ্যমেও দেখানো হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ঃ প্রথমত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সেটিংস অপশনটি ওপেন করুন। এরপর সেটিংস অপশনের নিচের দিকে About Device অপশন দেখতে পাবেন। এরপর সফটওয়্যার ইনফরমেশন নামের অপশনটিতে প্রবেশ করুন।
ধাপ-২ঃ এখন এর মধ্যে বিল্ড নাম্বার বলে একটি অপশন দেখতে পাবেন। বিল্ড নাম্বার অপশনটির মধ্যে এক সাথে সাতবার ট্যাপ করুন। এতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে "ডেভেলপার অপশন" চালু হবে।
যেহেতু অ্যান্ড্রয়েডের ভার্সন অনেক ধরনের রয়েছে তাই আপনি যদি বিল্ড নাম্বার অপশনটি খুজে না পান তাহলে সেটিংস এর সার্চ অপশনে গিয়ে "Build Number" লিখে সার্চ করতে পারেন তাহলে বিল্ড নাম্বার অপশনটি খুজে পেয়ে যাবেন।
ধাপ-৩ঃ এই ধাপে আপনি সেটিংস এর সার্চ অপশনে গিয়ে ডেভেলপার অপশন লিখে সার্চ দিতে পারেন। এতে ডেভলপার অপশনটি আপনার সামনে চলে আসবে। ডেভলপার অপশনটিতে প্রবেশ করুন এবং এটি চালু করুন।
ধাপ-৪ঃ এই ডেভলপার অপশনের ভেতরেই নিচের দিকে স্ক্রল করতে থাকুন এবং ইউএসবি ডিবাগিং নামক অপশনটি খুঁজে বের করুন। এবং ইউএসবি ডিবাগিং অপশনটি চালু করুন।
ব্যাস! শেষ আপনার অ্যান্ড্রয়েড ফোন এইবার এডিবি কানেক্ট করার জন্য তৈরি। তবে এই ডেভলপার অপশনটিতে আপনি না বুঝে কোন কিছু চালু অথবা বন্ধ করবেন না। এতে করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সমস্যা হতে পারে। এখন পরবর্তী ধাপে আমরা আমাদের উইন্ডোজ ল্যাপটপ অথবা ডেক্সটপে এডিবি ডাউনলোড এবং সেটআপ করবো।উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ADB ইনস্টল করা
আপনি যদি আমাদের সবগুলো ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েডে এডিবি সেটআপ সম্পন্ন করে থাকেন তাহলে এখন আপনাকে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে এডিবি ইনস্টল করতে হবে। অবশ্য আপনি যে অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন না কেন সবগুলোতেই এডিবি ইন্সটল করতে পারবেন। তবে বেশিরভাগ ব্যাবহারকারী যেহেতু উইন্ডোজ ব্যবহার করে তাই আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এডিবি ইন্সটল করার ধাপসমূহ উল্লেখ করেছি। ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এডিবি ইন্সটল করা শিখে যাবেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ADB ইনস্টল করার ধাপসমূহঃ
ধাপ-১ঃ প্রথমে আমাদেরকে গুগলের অফিসিয়াল অ্যান্ড্রয়েড ডেভলপার ওয়েবসাইট থেকে এডিবি প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড করতে হবে। সব অপারেটিং সিস্টেমের জন্য SDK বা ADB প্ল্যাটফর্ম টুলস রয়েছে। আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এডিবি ইনস্টল করব তাই উইন্ডোজ এডিবি প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড করুন। টুলস ফাইলটি মূলত কয়েক মেগাবাইটের হয়ে থাকে তাই ডাউনলোড হতে বেশি সময়ের প্রয়োজন হবে না।
ধাপ-২ঃ এখন আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার সেকশন থেকে ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করুন। আপনার ডাউনলোড করা ফাইলটি জিপ ফাইল হিসেবে রয়েছে। ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক করুন। এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করুন এবং ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। ফাইলটি ঠিক মত এক্সট্রাক্ট হলে একই নামের আরো একটি ফোল্ডার তৈরি হবে।
ধাপ-৩ঃ নতুন তৈরি হাওয়া এক্সট্র্যাক্ট ফোল্ডারে প্রবেশ করুন। ফোল্ডারের অ্যাড্রেস বারে ক্লিক করে "cmd" টাইপ করুন এবং এন্টার চাপুন। সাথে সাথে এডিবি ডিরেক্টরিতে একটি কমান্ড প্রম্পট উইন্ডো খুলে যাবে।
ধাপ-৪ঃ এরপর অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে উইন্ডোজ কম্পিউটারের সাথে ইউএসবি দ্বারা সংযুক্ত করুন। কমান্ড প্রম্পট উইন্ডোতে "adb devices" টাইপ করে এন্টার চাপুন।
ধাপ-৫ঃ এন্টার চাপার সাথে সাথে আপনার ফোনে একটি ইউএসবি ডিবাগিং এর অনুমতি চাইবে। অপশনটি "Allow" করে দেন।
ধাপ-৬ঃ এখন কমান্ড প্রম্পট উইন্ডোতে আপনার ডিভাইসের সিরিয়াল নম্বরটি দেখতে পাবেন। যদি এটি আপনার ডিভাইসটি সনাক্ত না করে তবে আবার "adb devices" কমান্ড টাইপ করে এন্টার চাপুন। তাহলে অবশ্যই আপনার ডিভাইসটি সনাক্ত হবে।
অভিনন্দন এখন আপনার উইন্ডোজ কম্পিউটারে সফলভাবে এডিবি ইনস্টল করা সম্পন্ন হয়েছে। এখন এই অ্যান্ড্রয়েড ডিবাগিং ব্রিজ বা এডিবির মাধ্যমে আপনি আপনার ফোনের ব্লোটওয়্যার খুব সহজে রিমুভ করতে পারবেন।
ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার দিয়ে রুট ছাড়া ব্লোটওয়্যার রিমুভ
মোবাইল ফোন রুট করা অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে। রুট করার ফলে মোবাইলে ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিভিন্ন সার্ভিস বাতিল হয়ে যায়। তাই অনেকে রুট করা ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করতে চান। ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার। যার সাহায্যে খুব সহজেই কোন রুট করার ঝামেলা ছাড়া অ্যান্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার রিমুভ করা যায়। আপনি যদি উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করে থাকেন তাহলে এখন এই ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার দিয়ে রুট ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন। ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটারটি গিটহাবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই সফটওয়্যারটি দিয়ে প্রায় সব ধরনের ব্লোটওয়্যার রিমুভ করা যায়। আমাদের পোষ্টের এই অংশে আমরা ইউএডি দিয়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করা শিখবো। নিচে ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার দিয়ে রুট ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করার সকল ধাপসমূহ উল্লেখ করা হলোঃ
ধাপ-১ঃ প্রথমে গিটহাব থেকে সর্বশেষ রিলিজ হওয়া ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যার ইন্সটল করার কোন প্রয়োজন হয় না।
ধাপ-২ঃ এখন আপনার ফোল্ডার থেকে ডাউনলোড হওয়া এই ফাইলটি কাট বা মুভ করে পূর্ববর্তী উইন্ডোজ এডিবি ইন্সটল করার ধাপে একস্ট্রাক্ট করা এডিবি প্লাটফর্ম টুলস ফোল্ডারে নিয়ে যেতে হবে।
ধাপ-৩ঃ এই ধাপে আপনার মোবাইল ইউএসবি দ্বারা কানেক্টেড থাকা অবস্থায় এবং এডিবিতে আপনার ডিভাইস শনাক্ত থাকা অবস্থায় ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।
ধাপ-৪ঃ সফটওয়্যারটি চালু হওয়ার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হবে এবং আপনার কানেক্টেড ফোনের মডেলটি অটোমেটিক ডিটেক্ট করে নিবে। (ফোনটি ডিটেক্ট না করলে আপনি "adb devices" কমান্ড দিয়ে ফোনটি কানেক্টেড আছে কিনা তা আবার চেক করে নিতে পারেন)
ধাপ-৫ঃ এই ধাপে আপনার ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করার সময় এসে গেছে। ফোনটি ডিটেক্ট হয়ে গেলে নিচে কিছু অ্যাপস এর নাম আপনি দেখতে পারবেন যেগুলো মূলত ব্লোটওয়্যার হিসেবে ফোনের মধ্যে থাকে। এখানে মূলত ব্লোটওয়্যারগুলো প্যাকেজ নাম হিসেবে দেওয়া থাকে। আপনি যদি কোন অ্যাপস এর প্যাকেজ নাম কি সেটি না জেনে থাকেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে Package Name Viewer নামের একটি অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপস এর সাহায্যে আপনি আপনার ফোনে থাকা সকল সফটওয়্যার এর প্যাকেজ নাম জানতে পারবেন।
ধাপ-৬ঃ এবার আপনি যে ব্লোটওয়্যার গুলো রিমুভ করতে চান সেগুলো সিলেক্ট করে নিচে আনইন্সটল বাটনে ক্লিক করুন।
অভিনন্দন! আপনার ফোন থেকে ব্লোটওয়্যারগুলো রিমুভ হয়ে গেছে। আপনি যদি ভুলক্রমে কোন দরকারি অ্যাপস রিমুভ করে ফেলেন তাহলে রিস্টোর বাটনে ক্লিক করে আবার সেটি ফিরিয়ে আনতে পারবেন। এভাবেই ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার দিয়ে রুট ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন।
যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ
অনেকে আছেন যারা অতিরিক্ত জামেলা ছাড়া অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে চান। ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার দিয়ে ব্লোটওয়্যার রিমুভ করতে হলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যা অনেকের কাছে ঝামেলার মনে হয়। তবে এটি ছাড়াও শুধু মাত্র এডিবিতে কয়েকটি কমান্ড দিয়েই আপনি খুব সহজেই যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন। নিচে এই পদ্ধতির ধাপগুলো দেওয়া হলোঃ
ধাপ-১ঃ প্রথমে কমান্ড প্রম্পট উইন্ডো ওপেন করতে হবে। তারপর "adb" কমান্ড দিয়ে এন্টার চাপুন।
ধাপ-২ঃ এরপর "adb devices" কমান্ডটি টাইপ করে এন্টার প্রেস করুন। এতে করে আপনার ডিভাইসটি কানেক্টেড আছে কিনা তা চেক করতে পারবেন।
ধাপ-৩ঃ এখন ডিভাইসটি কানেকটেড থাকা অবস্থায় "adb shell" কমান্ড দিয়ে এন্টার চাপুন। তারপর যে অ্যাপস আনইন্সটল করতে চান সেই অ্যাপসের প্যাকেজ নেম দিয়ে এই কমান্ডটি দিয়ে এন্টার চাপুন pm uninstall -k --user 0 <প্যাকেজ নেম>। তাহলেই দেখতে পারবেন আপনার কাঙ্খিত অ্যাপসটি রিমুভ হয়ে গেছে।
এভাবে আপনি যে কোন অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন কোন অতিরিক্ত অ্যাপ্লিকেশন ছাড়া। তবে এই পদ্ধতিটি ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিব্লোটার এর তুলনায় ভালো নাও হতে পারেন কারণ এর সাহায্যে সিস্টেমের দরকারি কিছু অ্যাপস ও ডিলেট হয়ে যেতে পারে। যা পরবর্তীতে আপনার অ্যান্ড্রয়েডের জন্য ক্ষতির কারণ হতে পারে।
স্যামসাং স্মার্টফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ
স্যামসাং বিশ্ব বিখ্যাত একটি ব্র্যান্ড। স্যামসাং এর তৈরি করা অ্যান্ড্রয়েড ফোনগুলো সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে স্যামসাং এর ফোনে অনেক ধরনের ব্লোটওয়্যার থাকে যা ইউজারদেরকে অনেক বিরক্ত করে। বিশেষ করে স্যামসাং এর পুরনো মডেলের ফোনগুলোতে অনেক বেশি ব্লোটওয়্যার থাকে। যা ফোনের মেমোরির অতিরিক্ত জায়গা দখল করে রাখে এবং ব্যাটারি লাইফ কমানোসহ ফোনকে স্লো করে তোলে। তাই অনেকেই স্যামসাং স্মার্টফোন থেকে ব্লোটওয়্যার সরিয়ে ফেলতে চান। স্যামসাং স্মার্ট ফোন থেকে ব্লুটুয়ার রিমুভ করতে আমরা থার্ড পার্টি একটি পেইড অ্যাপ্লিকেশন ব্যবহার করব যা আপনাকে কোন কম্পিউটারের সংযোগ ছাড়াই শুধুমাত্র অ্যাপটি দিয়েই অতিরিক্ত ব্লোটওয়্যারগুলো রিমুভ করতে সাহায্য করবে। www.packagedisabler.com এই ওয়েবসাইট থেকে অ্যাপ ক্রয়করে আপনি আপনার স্যামসাং স্মার্টফোন থেকে অতিরিক্ত ব্লোটওয়্যার খুব সহজে সরাতে পারবেন। এর জন্য আপনাকে অ্যাপসটি ইন্সটল করার পর একে আপনার ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেশন এক্সেস দিতে হবে। তারপরে অ্যাপসটিতে প্রবেশ করে শুধুমাত্র যেঅ্যাপগুলো ডিজেবল করতে চান সেগুলো সিলেক্ট করে ডিজেবলে ক্লিক করলেই ফোন থেকে অতিরিক্ত ব্লুটুয়ার গুলো ডিজেবল হয়ে যাবে এবং আপনার মেমোরি অনেকাংশে খালি হবে।
কম্পিউটার ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করার কিছু থার্ড পার্টি অ্যাপস
মোবাইল ফোন রুট করা ছাড়া এবং ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার ছাড়া অনেক থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমেও ব্লোটওয়্যার রিমুভ করা যায়। আপনার কাছে যদি কোন ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার না থাকে তাহলে ফোনকে রুট করা ছাড়া কয়েকটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মোবাইল থেকে ব্লোটওয়্যার রিমুভ করতে পারবেন। যদিও এ আমরা এই থার্ড পার্টি অ্যাপসগুলো ব্যবহার করে পরীক্ষা করিনি। আপনার কাছে কম্পিউটার না থাকলে কিছু টাকা দিয়ে এই পেইড অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে দেখতে পারেন। নিচে কম্পিউটার ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করার জন্য কিছু থার্ড পার্টি পেইড অ্যাপ্লিকেশনের নাম এবং বৈশিষ্ট্য দেওয়া হলোঃ
- AppMgr III Pro (App 2 SD)
- SD Maid Pro
- Greenify Donation Package
- System App Remover Pro
AppMgr III Pro (App 2 SD): এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে আপনাকে ৪৫০ টাকা খরচ করে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এটি দ্বারা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপস এবং স্টোরেজ ম্যানেজমেন্ট করতে পারবেন। আগে থেকে ইন্সটল করা বিভিন্ন অ্যাপ এবং আপনার ইন্সটল করা অ্যাপকে এক্সটার্নাল মেমোরিতে শিফট করতে পারবেন। এছাড়া ও সিস্টেম আপস বা বিভিন্ন ব্লোটওয়্যার সহজে রিমুভ করা যায়। এই অ্যাপসটি ব্যবহার করে আপনার স্মার্টফোনের ইন্টার্নাল মেমোরি অনেকাংশে খালি রাখতে পারবেন।
SD Maid Pro: এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে আপনাকে ৮০ টাকা খরচ করে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপস এর কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এটি একটি শক্তিশালী ফাইল ম্যানেজমেন্ট টুল যা অনেক অবাঞ্চিত ফাইল, সিস্টেম অ্যাপস এবং বিভিন্ন ব্লোটওয়্যার সরিয়ে আপনার ডিভাইসটি পরিষ্কার ও সচল রাখতে সাহায্য করবে।
Greenify Donation Package: এই অ্যাপসটিও আপনাকে প্লে স্টোর থেকে টাকা খরচ করে ইন্সটল করতে হবে। কোম্পানি দেওয়ার তথ্য অনুযায়ী গ্রিনিফাই ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে এবং বিভিন্ন অব্যবহারিত সিস্টেম অ্যাপ্লিকেশন গুলোকে সনাক্ত করে সেগুলোকে ডিভাইস থেকে রিমুভ করতে সাহায্য করে।
System App Remover Pro: এই অ্যাপসটিও প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। অ্যাপস টি ইনস্টল করে ব্যবহার করতে আপনাকে ১৫০ টাকা খরচ করতে হবে। ডেভলপারদের তথ্য অনুযায়ী এই এপ্লিকেশনটি দিয়ে রুট এক্সেস ছাড়াই বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লিকেশন এবং ব্লোটওয়্যার রিমুভ করা যায়। এই অ্যাপসটি বিভিন্ন ধরনের অব্যবহৃত সিস্টেম অ্যাপস ডিটেক্ট করে এবং আনইন্সটল করার জন্য একটি সহজ ইন্টারফেস তৈরি করে দেয়।
উপরের এই কয়েকটি অ্যাপস ব্যবহার করে আপনি সহজেই আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার বা ব্লোটওয়্যার গুলো রিমুভ করতে পারবেন। তবে আবারো বলে দিচ্ছি আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করে পরীক্ষা করিনি। সিস্টেম অ্যাপস গুলো আনইন্সটল করার সময় সতর্কতা অবলম্বন করবেন যেন ডিভাইসের সাথে কার্যকরী কোন অ্যাপস আনইন্সটল না হয়ে যায়।
ব্লোটওয়্যার রিমুভ করতে গিয়ে ভুল হলে করণীয়
ব্লোটওয়্যার রিমুভ করার সময় যদি আপনি সতর্ক না থাকেন এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সাথে সংযুক্ত এমন কোন অ্যাপ্লিকেশন আনইন্সটল করে ফেলেন তাহলে আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এরকম কোন সমস্যা সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনি আপনার স্মার্টফোনটিকে আবার ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন। ব্লোটওয়্যার রিমুভ করতে গিয়ে ভুল হয়ে গেলে ফ্যাক্টরি ডাটা রিসেট এর মাধ্যমে খুব সহজেই আবার মোবাইল ফোনের আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। অবশ্য ফ্যাক্টরি ডাটা রিসেট এরপর সমস্ত ব্লোটওয়্যার গুলোও আবার ফিরে আসবে যেগুলো আপনি আনইন্সটল করেছেন। তবে ফ্যাক্টরি রিসেট এর আগে আপনার ফোনের মধ্যে থাকা সকল ডাটা ব্যাকআপ রেখে নিবেন। যদি কোন রকম ব্যাকআপ না রেখে ফ্যাক্টরি রিসেট করেন তাহলে আপনার মোবাইলের সকল ডাটা হারিয়ে ফেলবেন। ব্যাকআপ রাখা বলতে আপনার ফোনের মধ্যে থাকা প্রয়োজনীয় ছবি ফাইল ইত্যাদি একটি আলাদা মেমোরিতে সেভ করে রাখা।
শেষকথাঃ আপনার ফোন থেকে ব্লোটওয়্যার রিমুভ করুন
আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা ব্লোটওয়্যার কি, কিভাবে এডিবি ইন্সটল করতে হয় এবং ব্যবহার করতে হয়, কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজেই ব্লোটওয়্যার রিমুভ করা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। অ্যান্ড্রয়েড থেকে ব্লোটওয়্যার রিমুভ করা যেহেতু একটি সেনসেটিভ বিষয় তাই আপনাকে সতর্কতার সাথে সবগুলো স্টেপ ফলো করতে হবে। আপনি যদি আমাদের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার ফোন থেকে রুট করা ছাড়া ব্লোটওয়্যার রিমুভ করতে সক্ষম হয়েছেন। ব্লোটওয়্যার অপসারণ এর মাধ্যমে আপনি হয়তো অনেক উপকৃত হয়েছেন। ব্লোটওয়্যার শুধু আপনার নিজের সমস্যা নয় আপনার আশেপাশে যারা রয়েছে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবার ফোনেই এসব ব্লোটওয়্যার রয়েছে। তাই আমাদের এই আর্টিকেলটি সবার সাথে শেয়ার করে তাদেরকেও সাহায্য করার অনুরোধ রইলো। এই পোষ্টের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। 28404