জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯
বিষয় : প্রাণিবিজ্ঞান
কোর্স শিরোনাম : Introduction to Zoology
কোর্স কোড : ২১৩১০১

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯ Introduction to Zoology Question


ক-বিভাগ

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও

(ক) ক্লিভেজ কী? [What is cleavage?]
উত্তর : যৌন প্রজননে অংশগ্রহণকারী জীবের জাইগোট থেকেই বহুকোষী শিশু প্রাণী উৎপন্ন হয়। ভ্রূণ বা অপত্যের দেহ গঠনের জন্য জাইগোট তথা সক্রিয় ডিম্বাণুর পুনঃপুন মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলে।

(খ) টাগমাটাইজেশন কাকে বলে? [Define tagmatization.] 
উত্তর : কোনো কেনো প্রাণীর দেহে খণ্ডক থাকলেও তা স্পষ্ট হয় না বরং কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল স্পষ্ট দৃশ্যমান হয়। যেমন- মাথা অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল। এরূপ প্রতিটি অঞ্চলকে Tagmata বলে। আর দেহ এরূপ অঞ্চলে বিভক্ত হওয়াকে অঞ্চলায়ন বা Tagmatization বলা হয়।

(গ) কোষতত্ত্ব কী? [ What is cell theory?]
উত্তর : দুই জার্মানবিজ্ঞানী M. J. T. Schwann (থিওডর সোয়ান) কোষ মতবাদের প্রবর্তক। জার্মান উদ্ভিদবিজ্ঞানী Schleiden এবং প্রাণিবিজ্ঞানী Schwann যথাক্রমে ১৯৩৮ সালে উদ্ভিদকোষ এবং ১৮৩৯ সালে প্রাণিকোষ পরীক্ষা নীরিক্ষার পর এ সিদ্ধান্তে উপনীত হন যে, “প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত এবং কোষ জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়াকলাপের একক।" স্লেইডেন এবং সোয়ানের এ মতবাদ যা Cell theory নামে পরিচিত।

(ঘ) নিউক্লিওটাইড কাকে বলে? [Define Neocleotide]
উত্তর : নিউক্লিওসাইডের সাথে যখন এক বা একাধিক ফসফোরিক এসিড অণু যুক্ত হয় তখন তাকে নিউক্লিওটাইড বলে।

(ঙ) উষ্ণতরল ঝোল বলতে কী বুঝ? [What do you mean by Hot dilute soup ? ]
উত্তর : হেলডেনের জীবনের প্রাথমিক বিবর্তনের পলিমেরিক ধাপে কার্বহাইড্রেট, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য যৌগসমূহে যে মিশ্রণ ঘটেছিল তাকে Hot dilute soup বলে।

(চ) ইনসুলার ফনা কী? [What is Insular fauna? ]
 উত্তর : চতুর্দিকে জলরাশি দ্বারা বেষ্টিত ভূ-ভাগকে দ্বীপ বলে। দ্বীপে বসবাসকারী প্রাণিকুলকে Insular fauna বলা হয়।

(ছ) টটোনিম কী? [What is tautonym?]
উত্তর : টটোনিম হচ্ছে এমন একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম যেখানে নামের উভয় অংশে একই বানান থাকে, অর্থাৎ নামবিহীন নাম ব্যবহার। প্রাণিবিজ্ঞানের নামকরণে এটি অনুমোদিত। 

(জ) স্বতঃস্ফূর্ত সৃষ্টি মতবাদ কী? [What is spontaneous generation ?]
উত্তর : জড়বস্তু হতে স্বতঃস্ফূর্তভাবে জীব সৃষ্টি হয়েছে –এটিই 'স্বতঃস্ফূর্ত মতবাদ’ । 

(ঝ) প্রতিসাম্যতা কী?[What is symmetry?] 
উত্তর : প্রাণিদেহকে কোনো অক্ষ বা তল বরাবর সমান দেহাংশে বিভাজিত করাকে প্রতিসাম্যতা বলে।

(ঞ) সিলোম কী? [What is coelom?]
উত্তর : ত্রি-ভ্রূণীয় স্তরীয় প্রাণিদেহে দেহ প্রাচীর ও পৌষ্টিক নালির মধ্যবর্তী ফাঁকা স্থান হলো দেহগহ্বর, এ দেহগহ্বর যদি ভ্রূণীয় মোসাডার্ম উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তবে তাকে সিলোম বলে।

(ট) প্রজাতি বলতে কী বুঝ? [What do you mean by species? ]
উত্তর : “প্রজাতি হলো আন্তঃপ্রজননশীল এমন একটি জীবগোষ্ঠী যারা নিকটতম অনুরূপ জীবগোষ্ঠীর প্রজননিক দৃষ্টিকোণ থেকে বিচ্ছিন্ন"

 (ঠ) একক পর্দা কী? [What is unit membrane? ]
উত্তর : প্রোটিন-লিপিড-প্রোটিন দ্বারা গঠিত ত্রি-স্তরী কোষ পর্দাকে একক পর্দা (Unit membrane) বলে।

খ-বিভাগ 

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও

২। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবৈচিত্র্যের ভূমিকা লেখ। [Write down the role of animal diversity in environmental balance.]

৩। পপুলেশন বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য লেখ। [What is population? Mention its characteristics.]

৪। একটি নিউরনের গঠন ও কাজ লেখ। [Write down the structure and functions a neuron.]

৫। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ। [Write down the differences between Prokaryotic and Eukaryotic cell.]

৬। মরফোমেট্রিক্স মেরিস্টিক্স এর মধ্যে পার্থক্য লিখ। [Write down the differences between Morphometrics and Meristics.]

৭। নমুনায়ন বলতে কী বুঝ? নমুনায়নের সুবিধাগুলো উল্লেখ কর। [What do you mean by sampling? Mention the advantages of sampling.] 

৮। লিনিয়ান হায়ারআর্কি বর্ণনা কর। [Describe the Linnaean hierarchy.]

৯। স্ফিগমোম্যানোমিটার ও ক্যামেরা লুসিডার ব্যবহার লেখ। [Write down the uses of Sphygmomanometer and Camera Lucida.]

গ-বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও

১০। চিহ্নিত চিত্রসহ কোষচক্রের বর্ণনা দাও। [Describe the 'Cell cycle' with labelled diagram.] 

১১। প্রাণির ভ্রূণস্তরের পরিণতি বর্ণনা কর। [Describe the fate of animal germinal layers.]

১২। প্রাণিদেহের সাংগঠনিক স্তরসমূহ বর্ণনা কর। [Describe the organizational levels in animal body.]

১৩। বাস্তুতন্ত্র বলতে কী বুঝ? বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও। [What do you mean by Ecosystem? Describe the factors of Ecosystem.]

১৪। যেকোনো পাঁচ ধরনের ট্যাগের বর্ণনা দাও। [ Describe the five types of tags.]

১৫। শনাক্তকরণ কী? প্রাণী সংরক্ষণের পদ্ধতিগুলোর বর্ণনা দাও।[What is identification? Describe the methods of animal preservation.] 

১৬। প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলোর সংক্ষেপে বর্ণনা কর। [Briefly describe the basis of animal classification.]

১৭। কলা কাকে বলে? বিভিন্ন ধরণের কঙ্কাল, যোজক কলার বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা কর। [What is tissue? Describe the different types of skeletal connective tissue, its characteristics and functions.]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url