Introduction to zoology 2013-2019

Introduction to zoology 
2013-2019 খ, গ বিভাগের প্রশ্ন 

Introduction to zoology  2013-2019 খ, গ বিভাগের প্রশ্ন

খ বিভাগ
1. পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব লিখ।
2. পৃথিবীতে জীবন সৃষ্টির আণবিক পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
3. আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য লিখ।
4. বিভিন্ন প্রকার RNA এর বিবরণ দাও। হৃদপেশীর বৈশিষ্ট্য ও কাজ লিখ ।
5. প্রোটোসটোম ও ডিউটারোসটোম এর মধ্যে পার্থক্যগুলো লিখ 
6. Radiata 3 Bilateria-র মধ্যে পার্থক্য লিখ।
7. হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের ব্যবহার লিখ।
8. প্রাণীবিজ্ঞানের বিকাশে অষ্টাদশ শতাব্দির একজন বৈজ্ঞানিক-এর ভূমিকা আলোচনা কর। 
9. প্রাণীবিজ্ঞানের প্রায়োগিক পরিধি বর্ণনা কর।
10. জীবন সৃষ্টির “স্বত:স্ফূর্ত জনন” মতবাদ বর্ণনা কর। 
11. প্রজাতি বলতে কী বুঝ? প্রজাতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
12. পার্থক্য কর :
(i) নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড; এবং
(ii) ফ্লাজেলা ও সিলিয়া
13. বাস্তুতন্ত্র, বায়োটা, ফণা ও বায়োস্ফেয়ার-এর সংজ্ঞা দাও। 
14. জাতিজনি কী? লিনিয়াস প্রদত্ত হায়ারর্কি লিখ।
15. চারটি বায়োলজিকেল সফটওয়্যার-এর নাম ও কাজ লিখ।
16. সম্প্রদায় কী? এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
17. পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকূলের গুরুত্ব উল্লেখ কর।
18. পৃথিবীতে জীবন সৃষ্টির আণবিক পর্যায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
19. মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে প্রধান পার্থক্যগুলো উল্লেখ কর।
20. একটি নিউরণের গঠন ও কাজ লিখ ।
21. মরফোমেট্রিকস্ ও মেরিস্টিকস্ এর পার্থক্য লিখ ।
22. নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী?
23. ক্যামেরা লুসিডা ও মাইক্রোমিটারের ব্যবহার লিখ।
24. প্রজাতি কী? বিভিন্ন ধরনের প্রজাতির বর্ণনা দাও?
25. DNA ও RNA এর মধ্যে পার্থক্য কর। 
26. প্রতিসাম্যতা কী? বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা বর্ণনা কর।
27.  আদিকোষ ও প্রকৃত কোষের সংজ্ঞাসহ পার্থক্য লিখ।
28.  প্রাণীতাত্ত্বিক নামকরণের নিয়মাবলি লিখ। 
29. বায়োম কী? তুন্দ্ৰা, সাভানা, তৃণভূমি, গ্রীষ্মমণ্ডলীয় ও মরু বায়োমের বৈশিষ্ট্য লিখ।
30. আলোক ও ইলেকট্রন অণুবিক্ষণ যন্ত্রের পার্থক্য লিখ।
31. সেন্ট্রিফিউগেশন যন্ত্রের গঠন ও কার্য বর্ণনা কর।
32. জীবনের প্রাথমিক বিবর্তনের প্রধান পর্যায়গুলোর নাম লিখ।
33. পপুলেশন বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ কর
34. কোষীয় অঙ্গাণু ও কোষীয় বস্তুর মধ্যে পার্থক্য লিখ।
35. চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন লিখ। হৃদপেশীর বৈশিষ্ট্য ও কাজ লিখ। 
36. Radiata ও Bilateria-র মধ্যে পার্থক্য লিখ।
37. নমুনায়নের সুবিধাগুলো উল্লেখ কর।
38. Sphygmomanometer ও Microtome মেশিনের ব্যবহার লিখ।
39. মানব কল্যাণে প্রাণিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ ।
40. বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখ।
41. DNA ও RNA এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
42. সিলোম কী? সিলোমের ভিত্তিতে প্রাণিজগতকে শ্রেণিবিন্যাস কর।
43. প্রজাতির বৈশিষ্ট্যাবলি লিখ।
44. সরল অণুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পার্থক্য কর।
45. উদাহরণসহ অরীয় ও দ্বিপার্শ্বীয় প্রতিসম ব্যাখ্যা কর। 
46. জীবজগতের পাচ রাজ্য শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
47. পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবৈচিত্র্যের ভূমিকা লেখ।
48. পপুলেশন বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য লেখ।
49. একটি নিউরনের গঠন ও কাজ লেখ।
50. আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ
51. স্মরফোমেট্রিক্স মেরিস্টিক্স এর মধ্যে পার্থক্য লিখ।
52. নমুনায়ন বলতে কী বুঝ? নমুনায়নের সুবিধাগুলো উল্লেখ কর 
53. লিনিয়ান হায়ারআর্কি বর্ণনা কর।
54. স্ফিগমোম্যানোমিটার ও ক্যামেরা লুসিডার ব্যবহার লেখ।

গ বিভাগ
1. প্রাণিদেহের সাংগঠনিক মাত্রার বিবরণ দাও।
2. (ক) কোষচক্র বলতে কী বুঝ? কোষচক্রের বিবরণ দাও।
    (খ) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লিখ।
3. (ক) স্নায়ু কলা কী?
    (খ) একটি নিউরনের গঠন ও কাজ লিখ ।
4. (ক) প্রতিসাম্যতার সংজ্ঞা দাও।
    (খ) বিভিন্ন প্রকার প্রতিসাম্যতা গুরুত্বসহ আলোচনা কর। 
4. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর ।
5. দেহ গহ্বর কী? দেহ গহ্বরের উপর ভিত্তি করে প্রধান প্রাণী পর্বগুলোকে বিভিন্ন দলে ভাগ কর।
6. (ক) কোষ অঙ্গাণু কী?
    (খ) নীচের কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ লিখ : (i) Lysosome; (ii) Endoplasmic reticulum.
7. (ক) নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী?
    (খ) নমুনার তালিকা প্রণয়নে কী কী বিষয় গুরুত্বপূর্ণ? 
8. (ক) তথ্য প্রযুক্তি বলতে কী বুঝ?
    (খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও।
9. (ক) জীবন বিকাশের প্রধান পর্যায়গুলোর নাম লিখ।
    (খ) জীবনের উৎপত্তির সেমিবায়টিক ধাপটি বর্ণনা কর।
10. (ক) কোষের সংজ্ঞা দাও। 
      (খ) কোষ ঝিল্লির একক পর্দা মতবাদ বর্ণনা কর ও কোষ ঝিল্লির কাজ লিখ ৷
11. (ক) কলা কাকে বলে?
      (খ) যোজক কলার বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ বর্ণনা কর।
12. ক্লিভেজ কাকে বলে? বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও।
13. (ক) প্রতিসাম্যতা ও প্রান্তিকতা বলতে কী বুঝ?
      (খ) প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণীজগতের শ্রেণিবিন্যাস কর।
14. DNA কী? DNA-এর ভৌত গঠন বর্ণনা কর।
15. সংগ্রহ উপকরণ কী? প্রকৃতি হতে প্রাণী সংগ্রহের বিভিন্ন উপকরণ সংক্ষেপে বর্ণনা কর।
16. মাইক্রোস্কোপ কী? এর গঠন ও ব্যবহার বর্ণনা কর।
17. জীবনের উৎপত্তি সম্পর্কিত ‘ওপারিনের' মতবাদ বর্ণনা কর। 
18. সাংগঠনিক স্তর বলতে কী বুঝ? প্রাণিদেহের বিভিন্ন প্রকার সাংগঠনিক মাত্রার বিবরণ দাও।
19. মাইটোকন্ড্রিয়া কী? এ ভৌত ও রাসায়নিক গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা কর।
20. প্রাণি শ্রেণিবিন্যাসের ভিত্তি কী? প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলো সংক্ষেপে বর্ণনা কর। 
21. শ্রেণিবিন্যাস কী? ৬-রাজ্যবিশিষ্ট শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
22. (ক) শনাক্তকরণ কী? শনাক্তকরণ পদ্ধতিগুলোর নাম উল্লেখ কর।
      (খ) যে কোনো তিন ধরনের ট্যাগ-এর গঠন বর্ণনা কর।
23. হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটার এর গঠন ও ব্যবহার বর্ণনা কর
24. বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিবেদন লেখার পদ্ধতি আলোচনা কর।
25. প্রাণিবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
26. বাস্ততন্ত্র বলতে কী বুঝ? বাস্ততন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও।
27. জীবনের উৎপত্তির মুখ্য ধাপসমূহ আলোচনা কর।
28. ক্লিভেজ কী? বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও।
29. চিহ্নিত চিত্রসহ ক্রোমোসোমের গঠন বর্ণনা কর।
30. কলা কাকে বলে? যোজক কলার বৈশিষ্ট্য, প্রকারভেদ ও কাজ বর্ণনা
31. প্রাণী সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
32. অণুবীক্ষণ যন্ত্র কী? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও কাজ বর্ণনা কর।
33. প্রাণিদেহের সাংগঠনিক স্তরগুলোর বিবরণ দাও।
34. চিহ্নিত চিত্রসহ ‘কোষচক্র' বর্ণনা কর।
35. চিহ্নিত চিত্রসহ একটি নিউরনের গঠন ও কাজ লিখ। 
36.প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস কর। 
37. প্রাণীর প্রাথমিক ভ্রূণস্তরের বিভিন্ন পর্যায়ের পরিণতি উল্লেখ কর।
38. যে কোনো তিন ধরনের ট্যাগ-এর গঠন বর্ণনা কর।
39. হিমোসাইটোমিটার এর গঠন ও ব্যবহার বর্ণনা কর। 
40. সংগৃহীত প্রাণী সংরক্ষণ এর বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
41. জীবনের উৎপত্তি সংক্রান্ত জীব রাসায়নিক মতবাদ বর্ণনা কর 
42. জীববৈচিত্র্য কী? জীব বৈচিত্র্য হ্রাসের কারণসমূহ বর্ণনা কর।
43. কোষঝিল্লি কী? কোষঝিল্লির একক পর্দা মতবাদ বর্ণনা কর।
44. ক্লিভেঝ কী? কুসুম ও জাইগোটের বিভাজন তলের ভিত্তিতে ক্লিভেজের প্রকারভেদ বর্ণনা কর।
45. দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ? প্রাণীর দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নীতিমালা বর্ণনা কর।
46. সংগ্রহ উপকরণ কী? প্রকৃতি হতে প্রাণী সংগ্রহের বিভিন্ন উপকরণ সংক্ষেপে বর্ণনা কর । 
47. একটি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও কাজ বর্ণনা কর।
48. চিহ্নিত চিত্রসহ একটি ক্রোমোসোমের গঠন ও কাজ লিখ ।
49. চিহ্নিত চিত্রসহ কোষচক্রের বর্ণনা দাও। 
50. প্রাণির ভ্রূণস্তরের পরিণতি বর্ণনা কর। 
51. প্রাণিদেহের সাংগঠনিক স্তরসমূহ বর্ণনা কর। 
52. বাস্তুতন্ত্র বলতে কী বুঝ? বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও।
53. যেকোনো পাঁচ ধরনের ট্যাগের বর্ণনা দাও। 
54. শনাক্তকরণ কী? প্রাণী সংরক্ষণের পদ্ধতিগুলোর বর্ণনা দাও।
55. প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলোর সংক্ষেপে বর্ণনা কর।
56. কলা কাকে বলে? বিভিন্ন ধরণের কঙ্কাল, যোজক কলার বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা কর
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous June 9, 2022 at 10:50 AM

    Good project

Add Comment
comment url