জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৫ Animal Divesity
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৫
বিষয় : প্রাণিবৈচিত্র্য-১ : (প্রোটোজোয়া ও নন-কর্ডাটা) Animal Divesity-I : (Protozoa & Non-chordates) বিষয় কোড : 213103
ক-বিভাগ
১। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও
১। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও
(ক) একটি মেসোজোয়ান প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখ। [Write down the scientific name of a mesozoan animal.j]
উত্তর: Dicyemmenea californiza.
(গ) হোমোনোমাস মেটামেরিজম কী? [What is homonomous metamerism?]
উত্তর : যে সকল খণ্ডায়নের ক্ষেত্রে দেহের সকল খণ্ডক একই রূপ হয় তাকে হোমোনোমাস মেটামেরিজম বলে।
(গ) মেসেনকাইম কোষ বলতে কী বুঝ? [What do you mean by mesenchyme cell?]
উত্তর: Scypha-র মেসেনকাইমে অবস্থিত অ্যামিবার মতো বিভিন্ন ধরনের কোষকে মেসেনকাইম কোষ বলে।
উত্তর: Scypha-র মেসেনকাইমে অবস্থিত অ্যামিবার মতো বিভিন্ন ধরনের কোষকে মেসেনকাইম কোষ বলে।
(ঘ) প্রকৃত সিলোম কী? [What is true coelom?]
উত্তর : মেসোডার্ম উদ্ভূত এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে প্রকৃত সিলোম বলে।
(ঙ) স্যাগ্রোজোরিক পুষ্টি কী? [What is saprozoic nutrition?]
উত্তর : যে সকল জীব মৃত জীবের জৈব বা অজৈব পদার্থ গ্রহণ করে পুষ্টি গ্রহণ করে তাদের পুষ্টিকে স্যাপ্রোজোয়িক পুষ্টি বলে।
(চ) দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কী? (What is bilateral symmetry?)
উত্তর : প্রাণিদেহকে কেবল স্যাজিটাল তল বা মধ্যমা তল বরাবর ডান ও বাম অধাংশে একবারই অবিকল প্রতিরূপ হিসেবে সমখণ্ডিত করাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে।
(ছ) অস্ট্রিয়া কী? [What is Ostia?]
উত্তর : Seypha-র দেহতালে অসংখ্য আণুবীক্ষণিক আন্তঃকোষীয় ছিদ্র বর্তমান। এদেরকে অস্টিয়া (ostia) (এক বচনে অস্ট্রিয়াম) বলে। অস্ট্রিয়ার মাধ্যমে বাইরে থেকে পানি দেহাভ্যন্তরে প্রবেশ করে।
(জ) একটি বহুরূপী প্রাণীর উদাহরণ দাও। [Give an example of a polymorphic animal.]
উত্তর : Obelia.
(ঝ) রেডিয়েট পর্ব কোনগুলো? [Which are the radiate phyla?]
উত্তর : Cnidaria ও Ctenophora.
(ঞ) আম্বো কী? [What is ambo?]
উত্তর : দুটি কপাটবিশিষ্ট খোলক দিয়ে ঝিনুকের কোমল দেহ সম্পূর্ণভাবে আবদ্ধ থাকে। খোলকের সম্মুখ দিক মোটা মুটি বৃত্তাকার ও পশ্চাৎ অংশ সামান্য সূচালো। পৃষ্ঠদিকের সামান্য অগ্রভাগে একটি উঁচু অংশ থাকে, একে অ্যাম্বো বলে।
(ঙ) অসফ্রাডিয়াম কী? (What is Osphradium)
উত্তর : Pilaর ম্যাস্টল গহ্বরের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় যে ডিম্বাকার সংবেদী অঙ্গুটি পানির রাসায়নিক প্রাণ ও খাদ্যের স্বাদ গ্রহণে সহায়তা করে তার নাম অসফ্রাডিয়াম।
(ঠ) মেডিপোরাইট কী? (What is madreporite?)
উত্তর : কণ্টক এবং তৃর্কীয় ফুলকা ছাড়াও Astropecten-এর পরাম্মুখ তলে অসংখ্য অতিক্ষুদ্র সাদা বর্ণের রূপান্তরিত স্পাইন বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এদের পেডিসিলারি বলে। মৌখিক তলেও কিছু পেডিসিলারি থাকে।
খ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
2. Mesozoa এবং Eumetazon-র মধ্যে পার্থক্যগুলো কী কী? [What are the differences between Mesozoa and Eumetazoa?]
3. Sarcomastigophora-র শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ কর।[Mention the diagnostic characters of Sarcomastigophora.]
৪। Euglena-র প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।[Mention the animal and plant character of Euglena.]
৫। স্কোলেক্স কী? স্কোলেক্সের গঠন বর্ণনা কর।[ What is Scolex ? Describe the structure of Scolex.]
৬। Ascaris-এর পরজীবীয় অভিযোজন বর্ণনা কর।[Describe the parasitic adaptation of Ascaris.]
৭। মুক্তা তৈরির কৌশল বর্ণনা কর। [Describe the mechanism of pearl formation.]
৮। Neanthes এবং Heteroneanthes এর মধ্যে পার্থক্য লেখ। [Write the differences between Neanthes and Heteroneanthes.]
৯। বাইপিনারিয়া লার্ভার গঠন বর্ণনা কর। [Describe the structure of Bipinaria larva.]
গ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
১০। Euglena-এর গঠন বর্ণনা কর। [Describe the structure of Euglena.]
১১। তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Mollusca পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।[Classify the phylum Mollusca up to classes with three diagnostic characters and one example of each.]
১২। Ascaris-এর জীবনচক্র বর্ণনা কর।[Describe the life cycle of Ascaris.]
১৩। Astropecten-এর পানি সংবহনতন্ত্রের বর্ণনা দাও।[Describe the water vascular system of Astropecten.]
১৪। Neanthes-এর বর্ণনা কর। [Describe the excretory system of Neanthes.]
১৫। Macrobranchium-এর রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা দাও। [Describe the circulatory system of Macrobranchium.]
১৬। Hormiphora-র অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। [Describe the morphological features of Hormiphora.]
১৭। নিম্নলিখিত যেকোনো দুইটি প্রাণীর স্বভাব, বাসস্থান, খাদ্য ও খাদ্যাভ্যাস উল্লেখ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও।
(1) Leishmania
(খ) Schistosoma
(গ) Tubifex
(ঘ) Loligo
গুড কন্টেন্ট
Good project