History of establishment of central Bank

History of establishment of central Bank

Explain in detail about the history of establishment of central bank.

Introduction : Central bank is known as the financial institution of a country. The central bank influences the overall economy of the country by managing and controlling all the banks and financial markets of the country. A central bank is a financial institution that regulates all activities of the overall financial institutions of any country and formulates laws for the financial and economic development of the country. Earning profit is not the main objective of the central bank, but to keep commodity prices stable by controlling the money and credit market, the economic and social development of the country is the main objective of the central bank.

Origin and development of central bank

The origin of central bank in the economic world is really a wonderful and significant event. The history of the origin of central banks is not very ancient. From a historical point of view, it can be seen that the concept of central bank was born long after the emergence of commercial banks. During the development of the banking system, there was no independent existence of a bank called a central bank. Among the commercial banks, some banks played some role similar to the present-day central bank. It can be assumed that the central bank originated from commercial banks. A central bank first appeared in the mid-seventeenth century. The rise and development of central banks can be analyzed as follows:

The Rise and Development of Central Banks from the Seventeenth to the Eighteenth Century:

According to most economists, financial experts and bankers, the first central bank originated in Sweden in the mid-seventeenth century. Professor D. According to Kock, the establishment of the 'Riks bank' in Sweden in 1956 was the beginning of the central bank in the world. Although this bank was established under private ownership, it was included in government ownership in 1668. In 1809 Rix Bank was given the responsibility of issuing notes. As a fully fledged central bank, the Rix Bank gained full and exclusive power of note issuance in 1897.

The evolution of human economic activities began along the path of evolution of humanity. To achieve economic stability, therefore, there is a need for regulation of the money market. As a result of England's industrial revolution, the economic environment that developed in different countries of the world necessitated the establishment of a central bank in every country to control the money market. Bank of England, the mother of all the central banks of the world and famous as the ideal, was established in 1694. Although first established as a standard and full-fledged central bank, The Bank of England was initially only responsible for making advances to the government and issuing conditional notes. However, before being recognized as a full-fledged central bank, at that time various commercial banks of England used to complete their check-based transactions through the Bank of England. Due to this advantage, commercial banks are easily recognized by giving it the status of central bank. The Bank of England was recognized as a central bank in 1844 on the basis of experiments.

After the establishment of the Bank of England as a successful central bank, central banks began to be established in imitation of it all over the world. As a result, in 1800, the central bank of France 'Bank of France' was established. In 1848, the size and capital of the bank increased considerably and from then on it acquired the monopoly of note issue. If we review the history of the rise and development of the central bank from the middle of the seventeenth century to the eighteenth century, it can be seen that only three countries established a central bank during that period. At that time, the main reason for the establishment of the central bank was to provide a small amount of financial assistance to the government in addition to currency circulation.

Emergence and Development of Central Banks in the Nineteenth Century:

Inspired by the success of the Bank of England, the establishment of central banks in various regions of the world, including Europe, gained importance in terms of financial management from the beginning of the nineteenth century to the end. Central bank system was established in many countries at this time to achieve various reasons and objectives.

For example, the 'Netherlands Bank', the 'Central Bank of the Netherlands', was established in 1814. In 1817, the central bank of Norway 'Bank of Norway' was established. Then the central bank of Denmark 'Bank of Denmark' was established in 1818 and the central bank of Spain 'Back of Spain' was established in 1829. The central bank of Belgium 'Bank of Belgium' was established in 1850. The central bank of Russia, the Bank of Russia, was established in 1860. The Reichs Bank of Germany was established in 1875. The Bank of Japan, the central bank of Japan, was established in 1882.

In the 19th century, central banks in most countries were essentially given a monopoly on the circulation of notes. But some countries; For example, central banks were established in Austria to eliminate the negative effects of excessive paper currency circulation and in Russia to coordinate currency circulation and credit. In the 19th century, a central bank was established in almost every country in the entire European continent, and over time, the central bank in these countries began to perform all the responsibilities of the central bank, including the issue of notes and the control of currency and credit.

Emergence and development of central bank in the 20th century

On the eve of the 20th century, no central bank was established in the new countries of the world including India. Prior to 1913, the United States had no central bank. Till this time, all the banks were issuing notes, so there were various difficulties in the economic field. According to the Federal Reserve Act in 1913, the Federal Reserve System was formed in 1914 by combining 12 Federal Reserve Banks in the United States to eliminate economic chaos. Such a central bank system was established in the United States mainly with the aim of establishing discipline in currency management.

The need for a central bank emerged in every country to recover from the economic disaster of World War I. In view of this, an international economic conference was held in Brussels in 1920. In this conference, in order to establish order in the field of currency management, it was decided to establish a central bank to issue notes in countries where there is no central bank. According to this decision, 34 new central banks were established in different countries of Asia, Europe, Africa and Latin America from 1921 to 1942.

In 1935, the Reserve Bank of India was established as the first central bank in the Indian subcontinent. 1 July of 1948 after the establishment of Pakistan State Bank of Pakistan', the central bank of Pakistan, was established. After the independence of Bangladesh, Bangladesh Bank was born as the central bank of Bangladesh in 1972 by an order of the President of the People's Republic of Bangladesh. Currently, every independent country in the world has a central bank as a symbol of political independence as well as economic independence and sovereignty.

Conclusion: Finally, it can be said that the early central banks were mainly established on the basis of share ownership. But most central banks established after the twenties of the present century were initially state-owned or were later nationalized.

central bank

In Bangla:

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিস্তরিতভাবে বর্ণনা কর ।

ভূমিকা : কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দেশের সকল ব্যাংক ও অর্থবাজারের পরিচালনা ও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা যে কোনো দেশের সামগ্রিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সবরকম কার্যাবলির নিয়ন্ত্রণ করে এবং দেশের আর্থিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আইন প্রণয়ন করে। মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য নয়, বরং অর্থ ও ঋণবাজারকে নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য।

কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ

অর্থনৈতিক জগতে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি সত্যিই এক বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তির ইতিহাস অতি প্রাচীন নয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় যে, বাণিজ্যিক ব্যাংকের উদ্ভবের অনেক পরে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা জন্মলাভ করে। ব্যাংক ব্যবস্থার উন্মেষকালে কেন্দ্রীয় ব্যাংক নামে কোনো ব্যাংকের স্বতন্ত্র অস্তিত্বের কথা শোনা যায়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে কোন কোন ব্যাংক বর্তমানকালের কেন্দ্রীয় ব্যাংকের মতো কিছু কিছু ভূমিকা পালন করতো। ধারণা করা যায়, কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি বাণিজ্যিক ব্যাংকের মধ্য হতে। সর্বপ্রথম একটি কেন্দ্রীয় ব্যাংকের অস্তিত্ব সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে পরিদৃষ্ট হয়। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যুদয় এবং এর ক্রমবিকাশের ধারা নিম্নোক্তভাবে বিশ্লেষণ করা যায় :

সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অভ্যুদয় এবং ক্রমবিকাশ

বেশিরভাগ অর্থনীতিবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং ব্যাংকারের মতে, সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে সুইডেনে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি হয়। অধ্যাপক ডি. ককের মতে, ১৯৫৬ সালে সুইডেনে 'রিকস ব্যাংক' (Riks bank) প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকের গোড়াপত্তন হয়। বেসরকারি মালিকানায় এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও ১৬৬৮ সালে এটাকে সরকারি মালিকানাভুক্ত করা হয়। ১৮০৯ সালে রিক্স ব্যাংককে নোট ইস্যু করার দায়িত্ব দেওয়া হয়। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে রিক্স ব্যাংক ১৮৯৭ সালে নোট ইস্যুর সম্পূর্ণ এবং একচেটিয়া ক্ষমতা লাভ করে ।

মানবভ্যতার ক্রমবিকাশের পথ বেয়ে মানুষের অর্থনৈতিক কার্যাবলিতে বিবর্তন শুরু হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে তাই অর্থবাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ইংল্যান্ডের শিল্পবিপ্লবের ফলশ্রুতিতে পৃথিবীর বিভিন্ন দেশে যে অর্থনৈতিক পরিবেশ গড়ে উঠে তাতে অর্থবাজার নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় । পৃথিবীর সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের জননী এবং আদর্শরূপে খ্যাত ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক Bank of England ১৬৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। সর্বপ্রথম একটি আদর্শ ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও The Bank of England প্রথমদিকে শুধু সরকারকে অগ্রিম প্রদান এবং শর্তসাপেক্ষে নোট ইস্যুর দায়িত্ব পালন করত। তবে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতির পূর্বে তৎকালীন সময়ে ইংল্যান্ডের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের মাধ্যমে তাদের চেকভিত্তিক লেনদেন সম্পন্ন করত। এ সুবিধা পাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো একে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা প্রদানে সহজেই স্বীকৃত হয়। পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে সময় ব্যবধানে ১৮৪৪ সালে ব্যাংক অব ইংল্যান্ড একটি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করে।

ব্যাংক অব ইংল্যান্ড একটি সফল কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভের পর সমগ্র পৃথিবীতে এর অনুকরণে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হতে শুরু করে। ফলশ্রুতিতে ১৮০০ সালে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠিত হয়। ১৮৪৮ সালে এ ব্যাংকের পরিধি এবং মূলধন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় এবং তখন হতেই এটা নোট ইস্যুর একচেটিয়া অধিকার লাভ করে। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অভ্যুদয় ও ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঐ সময়ের মধ্যে মাত্র তিনটি দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সে সময় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার মূল কারণ ছিল মুদ্রা প্রচলনের পাশাপাশি সরকারকে প্রয়োজনে সামান্য পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা ।

ঊনবিংশ শতাব্দীতে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যুদয় ও বিকাশ

ব্যাংক অব ইংল্যান্ডের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর প্রথমদিক থেকে শেষ পর্যন্ত ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব লাভ করে। বিভিন্ন কারণ ও উদ্দেশ্য সাধনের জন্য এ সময় অনেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে।

উদাহরণস্বরূপ, ‘নেদারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক' ‘নেদারল্যান্ড ব্যাংক' ১৮১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৮১৭ সালে নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব নরওয়ে' প্রতিষ্ঠিত হয়। এরপর ডেনমার্কের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ডেনমার্ক' ১৮১৮ সালে এবং স্পেনের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাক অব স্পেন' ১৮২৯ সালে প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব বেলজিয়াম' প্রতিষ্ঠা লাভ করে ১৮৫০ সালে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, ‘ব্যাংক অব রাশিয়া' ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৮৭৫ সালে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক 'The Riechs Bank of Germany' প্রতিষ্ঠিত হয়। জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান' ১৮৮২ সালে আত্ম প্রকাশ করে ।

ঊনবিংশ শতাব্দীতে বেশিরভাগ দেশে কেন্দ্রীয় ব্যাংকের মূলত নোট প্রচলনের একচেটিয়া অধিকার দেওয়া হয় মাত্র। তবে কোনো কোনো দেশ; যেমন- অস্ট্রিয়াতে অতিরিক্ত কাগজি মুদ্রা প্রচলনের বিরূপ প্রতিক্রিয়া নিঃশেষ করার জন্য এবং রাশিয়াতে মুদ্রার প্রচলন এবং ঋণ সমন্বিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ঊনবিংশ শতাব্দীতে সমগ্র ইউরোপ মহাদেশের প্রায় প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং কালক্রমে এসব দেশে কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ মর্যাদায় নোট ইস্যু এবং মুদ্রা ও ঋণের নিয়ন্ত্রণসহ কেন্দ্রীয় ব্যাংকের সব দায়িত্ব পালন করতে শুরু করে।

বিংশ শতাব্দীতে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যুদয় ও ক্রমবিকাশ

বিংশ শতাব্দীর প্রাক্কালে ভারতবর্ষসহ পৃথিবীর নতুন নতুন দেশগুলোতে কোন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। ১৯১৩ সালের পূর্ব পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোনো কেন্দ্রীয় ব্যাংক ছিল না। এ সময় পর্যন্ত সকল ব্যাংকই নোট ইস্যু করতো বলে অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ অসুবিধা দেখা দিতো। অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করার জন্য যুক্তরাষ্ট্রে ১৯১৩ সালে 'Federal Reserve Act' অনুযায়ী ১৯১৪ সালে ১২টি ফেডারেল রিজার্ভ ব্যাংক এর সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা 'Federal Reserve System' গঠন করা হয়। মূলত মুদ্রা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে এরূপ কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে

প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠার নিমিত্তে প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে ১৯২০ সালে ব্রাসেলস এর একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে যেসব দেশে কেন্দ্রীয় ব্যাংক নেই সেখানে একটি করে নোট ইস্যু প্রচলনকারী কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ১৯২১ সাল হতে ১৯৪২ সাল পর্যন্ত এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ৩৪টি নতুন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।

১৯৩৫ সালে ভারত উপমহাদেশে প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক 'রিজার্ভ ব্যাংক অব ইন্ডিনা প্রতিষ্ঠা লাভ করে। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের ১| জুলাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান' প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্টের এক আদেশে ১৯৭২ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক— এর জন্ম হয়। বর্তমানকালে পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশেই রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথমদিকের কেন্দ্রীয় ব্যাংক মূলত শেয়ার মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমান শতাব্দীর বিশ দশকের পর স্থাপিত বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীনে আরম্ভ হয় অথবা পরবর্তীতে এদের জাতীয়করণ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url