জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩ - প্রাণিবিজ্ঞান

Introduction to Zoology-2013

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩
বিষয় : প্রাণিবিজ্ঞান পরিচিতি (Introduction to Zoology)
বিষয় কোড : 3152
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]


ক-বিভাগ

যেকোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

"The Book of Indian Birds"-এর লেখক কে?
উত্তর : সলিম আলী। তিনি ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী এবং তার প্রধান পরিচয় হলো তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ ।

অনালি গ্রন্থিবিদ্যা বলতে কী বুঝ?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণিদেহের অনাল গ্রন্থিসমূহের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে অনালি গ্রন্থিবিদ্যা বলে।

প্রাণিবিজ্ঞান বিকাশে Thomas Hunt Morgan- এর অবদান উল্লেখ কর।
উত্তর : Drosophila নামক ফলের মাছিতে বংশগতি সঞ্চারণের কৌশল আবিষ্কর করেন ।

বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান কী?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধীয় তত্ত্বীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Pure Zoology বা বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান বলে।

ইরিথ্রোসাইটস-এর কাজ কী?
উত্তর : খাদ্যরস, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বহন করা।

জন বলতে কী বুঝ?
উত্তর : কোনো একটি প্রজাতির বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন স্বতন্ত্র একটি জীবকে জন বলে।

“আত্মঘাতী থলি” কী?
উত্তর : লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।

অঞ্চলায়ন কী?
উত্তর : কোনো কেনো প্রাণীর দেহে খণ্ডক থাকলেও তা স্পষ্ট হয় না বরং কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল স্পষ্ট দৃশ্যমান হয়। যেমন- মাথা অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল। এরূপ প্রতিটি অঞ্চলকে Tagmata বলে। আর দেহ এরূপ অঞ্চলে বিভক্ত হওয়াকে অঞ্চলায়ন বা Tagmatization বলা হয়।

Follow us On Google News For Latest Updates 

মারণ বোতলের কাজ কী?
উত্তর : পতঙ্গ ধরা।

সম্প্রদায় বলতে কী বুঝ ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশে কোনো নির্দিষ্ট বসতিতে (habitat) বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশনের সদস্যরা পারস্পরিক মিথষ্ক্রিয়া ও নির্ভরশীলতার মাধ্যমে যে স্বতন্ত্র বাস্তুতান্ত্রিক একক (ecological unit) গড়ে তোলে, তাকে সম্প্রদায় বলে ।

দ্ব্যগ্র যোজক কী?
উত্তর : কোনো প্রাণীর দুটি বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে যে যোজক তৈরি করা হয়, তাকে দ্ব্যগ্র যোজক বলে।

বায়োলজিক্যাল সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তর : কম্পিউটারের মাধ্যমে বায়োলজিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান করার প্রোগ্রামকে বায়োলজিক্যাল সফটওয়্যার বলে ।

খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

২। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব লেখ।

৩। পৃথিবীতে জীবন সৃষ্টির আণবিক পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।

৪। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য লেখ।

৫। বিভিন্ন প্রকার RNA-এর বিবরণ দাও।

৬। হৃদপেশির বৈশিষ্ট্য ও কাজ লেখ।

৭। প্রোটোসটোম ও ডিউটারোসটোম-এর মধ্যে পার্থক্যগুলো লেখ ।

৮। Radiata ও Bilateria-র মধ্যে পার্থক্য লেখ।

৯। হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের ব্যবহার লেখ।

গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

১০। প্রাণিদেহের সাংগঠনিক মাত্রার বিবরণ দাও ।

১১। (ক) কোষ চক্র বলতে কী বুঝ? কোষচক্রের বিবরণ দাও। (খ) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখ।

১২। (ক) স্নায়ু কলা কী? (খ) একটি নিউরনের গঠন ও কাজ লেখ।

১৩। (ক)প্রতিসাম্যতার সংজ্ঞা দাও । (খ) বিভিন্ন প্রকার প্রতিসাম্যতা গুরুত্বসহ আলোচনা কর ।

১৪। (ক)পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।

১৫। (ক) কোষ অঙ্গাণু কী? (খ) নিচের কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ লেখ : (i) Lysosome; (ii) Endoplasmic reticulum.

১৬। (ক)নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী? (খ) নমুনার তালিকা প্রণয়নে কী কী বিষয় গুরুত্বপূর্ণ?

১৭। (ক) তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ? (খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও ৷
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url