জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩ - প্রাণিবিজ্ঞান
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৩বিষয় : প্রাণিবিজ্ঞান পরিচিতি (Introduction to Zoology) বিষয় কোড : 3152[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী]
ক-বিভাগ
"The Book of Indian Birds"-এর লেখক কে?
উত্তর : সলিম আলী। তিনি ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী এবং তার প্রধান পরিচয় হলো তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ ।
অনালি গ্রন্থিবিদ্যা বলতে কী বুঝ?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণিদেহের অনাল গ্রন্থিসমূহের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে অনালি গ্রন্থিবিদ্যা বলে।
প্রাণিবিজ্ঞান বিকাশে Thomas Hunt Morgan- এর অবদান উল্লেখ কর।
উত্তর : Drosophila নামক ফলের মাছিতে বংশগতি সঞ্চারণের কৌশল আবিষ্কর করেন ।
বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান কী?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধীয় তত্ত্বীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Pure Zoology বা বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান বলে।
ইরিথ্রোসাইটস-এর কাজ কী?
উত্তর : খাদ্যরস, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বহন করা।
জন বলতে কী বুঝ?
উত্তর : কোনো একটি প্রজাতির বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন স্বতন্ত্র একটি জীবকে জন বলে।
“আত্মঘাতী থলি” কী?
উত্তর : লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।
অঞ্চলায়ন কী?
উত্তর : কোনো কেনো প্রাণীর দেহে খণ্ডক থাকলেও তা স্পষ্ট হয় না বরং কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল স্পষ্ট দৃশ্যমান হয়। যেমন- মাথা অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল। এরূপ প্রতিটি অঞ্চলকে Tagmata বলে। আর দেহ এরূপ অঞ্চলে বিভক্ত হওয়াকে অঞ্চলায়ন বা Tagmatization বলা হয়।
উত্তর : সলিম আলী। তিনি ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী এবং তার প্রধান পরিচয় হলো তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ ।
অনালি গ্রন্থিবিদ্যা বলতে কী বুঝ?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণিদেহের অনাল গ্রন্থিসমূহের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে অনালি গ্রন্থিবিদ্যা বলে।
প্রাণিবিজ্ঞান বিকাশে Thomas Hunt Morgan- এর অবদান উল্লেখ কর।
উত্তর : Drosophila নামক ফলের মাছিতে বংশগতি সঞ্চারণের কৌশল আবিষ্কর করেন ।
বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান কী?
উত্তর : প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধীয় তত্ত্বীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Pure Zoology বা বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান বলে।
ইরিথ্রোসাইটস-এর কাজ কী?
উত্তর : খাদ্যরস, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বহন করা।
জন বলতে কী বুঝ?
উত্তর : কোনো একটি প্রজাতির বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন স্বতন্ত্র একটি জীবকে জন বলে।
“আত্মঘাতী থলি” কী?
উত্তর : লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।
অঞ্চলায়ন কী?
উত্তর : কোনো কেনো প্রাণীর দেহে খণ্ডক থাকলেও তা স্পষ্ট হয় না বরং কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে এক একটি অঞ্চল স্পষ্ট দৃশ্যমান হয়। যেমন- মাথা অঞ্চল, বক্ষ অঞ্চল, উদর অঞ্চল। এরূপ প্রতিটি অঞ্চলকে Tagmata বলে। আর দেহ এরূপ অঞ্চলে বিভক্ত হওয়াকে অঞ্চলায়ন বা Tagmatization বলা হয়।
মারণ বোতলের কাজ কী?
উত্তর : পতঙ্গ ধরা।
সম্প্রদায় বলতে কী বুঝ ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশে কোনো নির্দিষ্ট বসতিতে (habitat) বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশনের সদস্যরা পারস্পরিক মিথষ্ক্রিয়া ও নির্ভরশীলতার মাধ্যমে যে স্বতন্ত্র বাস্তুতান্ত্রিক একক (ecological unit) গড়ে তোলে, তাকে সম্প্রদায় বলে ।
দ্ব্যগ্র যোজক কী?
উত্তর : কোনো প্রাণীর দুটি বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে যে যোজক তৈরি করা হয়, তাকে দ্ব্যগ্র যোজক বলে।
বায়োলজিক্যাল সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তর : কম্পিউটারের মাধ্যমে বায়োলজিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান করার প্রোগ্রামকে বায়োলজিক্যাল সফটওয়্যার বলে ।
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
২। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব লেখ।
উত্তর : পতঙ্গ ধরা।
সম্প্রদায় বলতে কী বুঝ ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশে কোনো নির্দিষ্ট বসতিতে (habitat) বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশনের সদস্যরা পারস্পরিক মিথষ্ক্রিয়া ও নির্ভরশীলতার মাধ্যমে যে স্বতন্ত্র বাস্তুতান্ত্রিক একক (ecological unit) গড়ে তোলে, তাকে সম্প্রদায় বলে ।
দ্ব্যগ্র যোজক কী?
উত্তর : কোনো প্রাণীর দুটি বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে যে যোজক তৈরি করা হয়, তাকে দ্ব্যগ্র যোজক বলে।
বায়োলজিক্যাল সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তর : কম্পিউটারের মাধ্যমে বায়োলজিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান করার প্রোগ্রামকে বায়োলজিক্যাল সফটওয়্যার বলে ।
খ-বিভাগ
২। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিকুলের গুরুত্ব লেখ।
৩। পৃথিবীতে জীবন সৃষ্টির আণবিক পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
৪। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য লেখ।
৫। বিভিন্ন প্রকার RNA-এর বিবরণ দাও।
৬। হৃদপেশির বৈশিষ্ট্য ও কাজ লেখ।
৭। প্রোটোসটোম ও ডিউটারোসটোম-এর মধ্যে পার্থক্যগুলো লেখ ।
৮। Radiata ও Bilateria-র মধ্যে পার্থক্য লেখ।
৯। হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের ব্যবহার লেখ।
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
১০। প্রাণিদেহের সাংগঠনিক মাত্রার বিবরণ দাও ।
৬। হৃদপেশির বৈশিষ্ট্য ও কাজ লেখ।
৭। প্রোটোসটোম ও ডিউটারোসটোম-এর মধ্যে পার্থক্যগুলো লেখ ।
৮। Radiata ও Bilateria-র মধ্যে পার্থক্য লেখ।
৯। হিমোসাইটোমিটার কী? হিমোসাইটোমিটারের ব্যবহার লেখ।
গ-বিভাগ
১০। প্রাণিদেহের সাংগঠনিক মাত্রার বিবরণ দাও ।
১১। (ক) কোষ চক্র বলতে কী বুঝ? কোষচক্রের বিবরণ দাও। (খ) মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখ।
১২। (ক) স্নায়ু কলা কী? (খ) একটি নিউরনের গঠন ও কাজ লেখ।
১৩। (ক)প্রতিসাম্যতার সংজ্ঞা দাও । (খ) বিভিন্ন প্রকার প্রতিসাম্যতা গুরুত্বসহ আলোচনা কর ।
১৪। (ক)পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।
১৫। (ক) কোষ অঙ্গাণু কী? (খ) নিচের কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ লেখ : (i) Lysosome; (ii) Endoplasmic reticulum.
১২। (ক) স্নায়ু কলা কী? (খ) একটি নিউরনের গঠন ও কাজ লেখ।
১৩। (ক)প্রতিসাম্যতার সংজ্ঞা দাও । (খ) বিভিন্ন প্রকার প্রতিসাম্যতা গুরুত্বসহ আলোচনা কর ।
১৪। (ক)পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।
১৫। (ক) কোষ অঙ্গাণু কী? (খ) নিচের কোষ অঙ্গাণুগুলোর গঠন ও কাজ লেখ : (i) Lysosome; (ii) Endoplasmic reticulum.
১৬। (ক)নমুনায়ন কী? নমুনায়ন পদ্ধতিগুলো কী কী? (খ) নমুনার তালিকা প্রণয়নে কী কী বিষয় গুরুত্বপূর্ণ?
১৭। (ক) তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ? (খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও ৷
১৭। (ক) তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝ? (খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও ৷