জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪ -প্রাণিবিজ্ঞান

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪ -প্রাণিবিজ্ঞান পরিচিতি

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪
প্রাণিবিজ্ঞান পরিচিতি (Introduction to Zoology)
বিষয় কোড : 213101
[২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী

[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র অঙ্কন কর।]

ক-বিভাগ

যেকোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

জীবের সংজ্ঞা দাও ।
উত্তর : অঙ্গ ও অঙ্গতন্ত্রের সমন্বয়ে গঠিত সজীব বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুকে জীব বলে ।

এরিস্টটল রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ ।
উত্তর : Historia Animalium.

হট ডাইলুট স্যুপ কী?
উত্তর : হেলডেনের জীবনের প্রাথমিক বিবর্তনের পলিমেরিক ধাপে কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য যৌগসমূহে যে মিশ্রণ ঘটেছিল, তাকে Hot dilute soop বলে।

জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও ।
উত্তর : জীবজগতে বিদ্যমান জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেমগত এবং পেশাগত সংখ্যাপ্রাচুর্য ও বিভিন্নতার সমগ্রতাকে Biodiversity বা জীববৈচিত্র্য বলে।

লাইসোজোম কী?
উত্তর : কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ইউনিট পর্দাবেষ্টিত অতি ক্ষুদ্র অঙ্গ, যা কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে তাকে লাইসোজোম বলে।

Follow us On Google News For Latest Updates 

ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত দুটি অঙ্গের নাম দেখ
উত্তর : কঙ্কাল ও জননাঙ্গ ।

শ্রেণিবিন্যাসের দুটি ভিত্তি লেখ।
উত্তর : দৈহিক গঠন এবং প্রতিসাম্যতা।

মরফোমেট্রিক্স বলতে কী বুঝ?
উত্তর : প্রাণীর বহিঃঅঙ্গ বা উপাঙ্গসমূহের পরিমাপ অর্থাৎ, এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, ওজন ইত্যাদি নির্ণয় করা এবং তাদের পরিসংখ্যানগত পর্যালোচনাকে Morphometiric বলে।

সিলোম কী?
উত্তর : ত্রি-ভ্রূণীয় স্তরীয় প্রাণিদেহে দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকা স্থান হলো দেহ গহ্বর, এ দেহ গহ্বর যদি ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তবে তাকে সিলোম বলে।

৫-রাজ্য শ্রেণিবিন্যাস-এর প্রবর্তকের নাম লেখ ।
উত্তর : আর. এইচ. হুইটেকার (১৯৬৯)।

ট্যাগিং বলতে কী বুঝ ?
উত্তর : গবেষণামূলক কাজের জন্য বিশেষ করে প্রাণীর বয়স, বৃদ্ধি, জন্মহার ইত্যাদি জানার জন্য কোনো ধাতব বা অধাতব বস্তুকে প্রাণিদেহের সাথে ঝুলিয়ে দেওয়া বা আটকে রাখাকে ট্যাগিং বলে।

সেন্ট্রিফিউজ কী?
উত্তর : যে প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে আয়তন, আকৃতি ও ভর অনুযায়ী কোনো প্রাণের বিভিন্ন উপাদানসমূহকে পৃথক করা যায়, তাকে সেন্ট্রিফিউগেশন বলা হয়। আর যে যন্ত্রের মাধ্যমে এই কাজটি করা হয় তাকে সেন্ট্রিফিউজ বলে।


খ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

২। প্রাণিবিজ্ঞানের বিকাশে অষ্টাদশ শতাব্দীর একজন বৈজ্ঞানিক-এর ভূমিকা আলোচনা কর

৩। প্রাণিবিজ্ঞানের প্রায়োগিক পরিধি বর্ণনা কর।

৪। জীবন সৃষ্টির “স্বতঃস্ফূর্ত জনন” মতবাদ বর্ণনা কর ।

৫। প্রজাতি বলতে কী বুঝ? প্রজাতির বৈশিষ্ট্য বর্ণনা কর

৬। পার্থক্য কর : (i) নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড; এবং (ii) ফ্লাজেলা ও সিলিয়া ।

৭। বাস্তুতন্ত্র, বায়োটা, ফনা ও বায়োস্ফেয়ার-এর সংজ্ঞা দাও।

৮। জাতিজনি কী? লিনিয়াস প্রদত্ত হায়ারার্কি লেখ।

৯। চারটি বায়োলজিক্যাল সফটওয়্যার-এর নাম ও কাজ লেখ।


গ-বিভাগ

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

১০। (ক) জীবন বিকাশের প্রধান পর্যায়গুলোর নাম লেখ ।

(খ) জীবনের উৎপত্তির সেমিবায়োটিক ধাপটি বর্ণনা কর ।

১১। (ক) কোষের সংজ্ঞা দাও । (খ) কোষ ঝিল্লির একক পর্দা মতবাদ বর্ণনা কর ও কোষ ঝিল্লির কাজ লেখ।

১২। (ক) কলা কাকে বলে? (খ) যোজক কলার বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ বর্ণনা কর।

১৩। ক্লিভেজ কাকে বলে? বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও ।

১৪। (ক) প্রতিসাম্যতা ও প্রান্তিকতা বলতে কী বুঝ? (খ) প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস কর।

১৫। DNA কী? DNA-এর ভৌত গঠন বর্ণনা কর।

১৬। সংগ্রহ উপকরণ কী? প্রকৃতি হতে প্রাণী সংগ্রহের বিভিন্ন উপকরণ সংক্ষেপে বর্ণনা কর।

১৭। মাইক্রোস্কোপ কী? এর গঠন ও ব্যবহার বর্ণনা কর ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url