জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪ -প্রাণিবিজ্ঞান
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৪প্রাণিবিজ্ঞান পরিচিতি (Introduction to Zoology)বিষয় কোড : 213101 [২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী
[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র অঙ্কন কর।]
ক-বিভাগ
যেকোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :
জীবের সংজ্ঞা দাও ।
উত্তর : অঙ্গ ও অঙ্গতন্ত্রের সমন্বয়ে গঠিত সজীব বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুকে জীব বলে ।
এরিস্টটল রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ ।
উত্তর : Historia Animalium.
হট ডাইলুট স্যুপ কী?
উত্তর : হেলডেনের জীবনের প্রাথমিক বিবর্তনের পলিমেরিক ধাপে কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য যৌগসমূহে যে মিশ্রণ ঘটেছিল, তাকে Hot dilute soop বলে।
জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও ।
উত্তর : জীবজগতে বিদ্যমান জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেমগত এবং পেশাগত সংখ্যাপ্রাচুর্য ও বিভিন্নতার সমগ্রতাকে Biodiversity বা জীববৈচিত্র্য বলে।
লাইসোজোম কী?
উত্তর : কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ইউনিট পর্দাবেষ্টিত অতি ক্ষুদ্র অঙ্গ, যা কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে তাকে লাইসোজোম বলে।
⇒Follow us On Google News For Latest Updates ⇐
ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত দুটি অঙ্গের নাম দেখউত্তর : কঙ্কাল ও জননাঙ্গ ।
শ্রেণিবিন্যাসের দুটি ভিত্তি লেখ।
উত্তর : দৈহিক গঠন এবং প্রতিসাম্যতা।
মরফোমেট্রিক্স বলতে কী বুঝ?
উত্তর : প্রাণীর বহিঃঅঙ্গ বা উপাঙ্গসমূহের পরিমাপ অর্থাৎ, এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, ওজন ইত্যাদি নির্ণয় করা এবং তাদের পরিসংখ্যানগত পর্যালোচনাকে Morphometiric বলে।
সিলোম কী?
উত্তর : ত্রি-ভ্রূণীয় স্তরীয় প্রাণিদেহে দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকা স্থান হলো দেহ গহ্বর, এ দেহ গহ্বর যদি ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তবে তাকে সিলোম বলে।
৫-রাজ্য শ্রেণিবিন্যাস-এর প্রবর্তকের নাম লেখ ।
উত্তর : আর. এইচ. হুইটেকার (১৯৬৯)।
ট্যাগিং বলতে কী বুঝ ?
উত্তর : গবেষণামূলক কাজের জন্য বিশেষ করে প্রাণীর বয়স, বৃদ্ধি, জন্মহার ইত্যাদি জানার জন্য কোনো ধাতব বা অধাতব বস্তুকে প্রাণিদেহের সাথে ঝুলিয়ে দেওয়া বা আটকে রাখাকে ট্যাগিং বলে।
সেন্ট্রিফিউজ কী?
উত্তর : যে প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে আয়তন, আকৃতি ও ভর অনুযায়ী কোনো প্রাণের বিভিন্ন উপাদানসমূহকে পৃথক করা যায়, তাকে সেন্ট্রিফিউগেশন বলা হয়। আর যে যন্ত্রের মাধ্যমে এই কাজটি করা হয় তাকে সেন্ট্রিফিউজ বলে।
খ-বিভাগ
২। প্রাণিবিজ্ঞানের বিকাশে অষ্টাদশ শতাব্দীর একজন বৈজ্ঞানিক-এর ভূমিকা আলোচনা কর
৩। প্রাণিবিজ্ঞানের প্রায়োগিক পরিধি বর্ণনা কর।
৪। জীবন সৃষ্টির “স্বতঃস্ফূর্ত জনন” মতবাদ বর্ণনা কর ।
৫। প্রজাতি বলতে কী বুঝ? প্রজাতির বৈশিষ্ট্য বর্ণনা কর
৬। পার্থক্য কর : (i) নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড; এবং (ii) ফ্লাজেলা ও সিলিয়া ।
৭। বাস্তুতন্ত্র, বায়োটা, ফনা ও বায়োস্ফেয়ার-এর সংজ্ঞা দাও।
৮। জাতিজনি কী? লিনিয়াস প্রদত্ত হায়ারার্কি লেখ।
৯। চারটি বায়োলজিক্যাল সফটওয়্যার-এর নাম ও কাজ লেখ।
৯। চারটি বায়োলজিক্যাল সফটওয়্যার-এর নাম ও কাজ লেখ।
গ-বিভাগ
১০। (ক) জীবন বিকাশের প্রধান পর্যায়গুলোর নাম লেখ ।
(খ) জীবনের উৎপত্তির সেমিবায়োটিক ধাপটি বর্ণনা কর ।
১১। (ক) কোষের সংজ্ঞা দাও । (খ) কোষ ঝিল্লির একক পর্দা মতবাদ বর্ণনা কর ও কোষ ঝিল্লির কাজ লেখ।
১২। (ক) কলা কাকে বলে? (খ) যোজক কলার বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ বর্ণনা কর।
১৩। ক্লিভেজ কাকে বলে? বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও ।
১৪। (ক) প্রতিসাম্যতা ও প্রান্তিকতা বলতে কী বুঝ? (খ) প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস কর।
১৫। DNA কী? DNA-এর ভৌত গঠন বর্ণনা কর।
১৬। সংগ্রহ উপকরণ কী? প্রকৃতি হতে প্রাণী সংগ্রহের বিভিন্ন উপকরণ সংক্ষেপে বর্ণনা কর।
১৭। মাইক্রোস্কোপ কী? এর গঠন ও ব্যবহার বর্ণনা কর ।