DNA ও RNA-এর মধ্যে পার্থক্য

DNA ও RNA-এর মধ্যে পার্থক্য

DNA ও RNA-এর মধ্যে পার্থক্য

DNA
  1. DNA-এর পুরো নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
  2. ডি-অক্সিরাইবোজ শর্করা দ্বারা DNA গঠিত।
  3. এতে অক্সিজেন (O2) অণু কম থাকে ।
  4. এটি প্রধানত ক্রোমোসোমে অবস্থান করে।
  5. এটি দ্বি-সূত্রক; প্যাচানো সিঁড়ির মতো।
  6. DNA অণু নিজে নিজে উৎপন্ন হয়।
  7. DNA-অণুর কোনো প্রকারভেদ নেই।
  8. এতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন বিদ্যমান ।
  9. সকল প্রকার DNA-এর গঠন মূলত একই ধরনের ও এটি বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক বস্তু হিসেবে কাজ করে।
  10. গঠনগত পরিবর্তনের মাধ্যমে এটি সরাসরি বিবর্তনে অংশগ্রহণ করে।
  11. এরা সরাসরি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না।

RNA
  1. RNA-এর পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড।
  2. রাইবোজ শর্করা দ্বারা RNA গঠিত।
  3. এতে অক্সিজেন (O2) অণু বেশি থাকে।
  4. এটি সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু, নিউক্লিওলাস ও ক্রোমোসোমে অবস্থান করে। এটি একসূত্রক; সোজা বা কুণ্ডলিত ।
  5. RNA-এর সংশ্লেষ DNA অণুর ওপর নির্ভরশীল ।
  6. RNA বিভিন্ন ধরনের। যথা- mRNA, tRNA, rRNA ইত্যাদি।
  7. এতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল বিদ্যমান।
  8. প্রত্যেক প্রকার RNA-এর গঠন আলাদা আলাদা ও কেবলমাত্র ভাইরাসে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে।
  9. এটি বিবর্তনে কোনো ভূমিকা রাখে না।
  10. এরা প্রত্যক্ষভাবে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে।

Follow us On Google News For Latest Updates 

Radiata ও Bilateria'র মধ্যে পার্থক্য

Radiata
  1. দেহ অরীয় বা দ্বি-অরীয় প্রতিসম।
  2. দৈহিক সংগঠন কলা স্তর পর্যায়ের।
  3. এরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী ।
  4. এদের দেহে সিলোম অনুপস্থিত।
  5. পরিপাকনালিতে পায়ুছিদ্র অনুপস্থিত।
  6. নেমাটোসিস্টবিশিষ্ট টেন্টাকল বিদ্যমান।
  7. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অনুপস্থিত ।

Bilateria
  1. দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম ।
  2. দৈহিক সংগঠন অঙ্গ বা অঙ্গতন্ত্র পর্যায়ের।
  3. এরা ট্রিপলোব্লাস্টিক বা ত্রিস্তরী।
  4. সিলোম উপস্থিত।
  5. পায়ুছিদ্র উপস্থিত !
  6. টেন্টাকল উপস্থিত থাকলেও তা নেমাটোসিস্টবিহীন।
  7. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত ।

Cnidaria ও Ctenophora-এর মধ্যে পার্থক্য-

নিডারিয়া (Cnidarie)
  1. দেহ অরীয় প্রতিসম ।
  2. নেমাটোসিস্টসহ নিডোব্লাস্ট উপস্থিত।
  3. কলোব্লাস্ট কোষ অনুপস্থিত।
  4. পরাঙ্মুখ সংবেদী অঙ্গ অনুপস্থিত।
  5. মেসোডার্মাল পেশি অনুপস্থিত ।
  6. বহুরূপতা উপস্থিত।
  7. একলিঙ্গ বা উভলিঙ্গ ।
  8. মেটাজেনেসিস উপস্থিত ।
  9. প্লানুলা লার্ভা বিদ্যমান ।

টেনোফোরা (Ctenophora)
  1. দেহ দ্বিঅরীয় প্রতিসম
  2. নেমাটোসিস্টসহ নিডোব্লাস্ট অনুপস্থিত।
  3. কলোব্লাস্ট কোষ উপস্থিত ।
  4. পরাঙ্মুখ সংবেদী অঙ্গ উপস্থিত।
  5. মেসোডার্মাল পেশি উপস্থিত।
  6. বহুরূপতা অনুপস্থিত।
  7. উভলিঙ্গ ।
  8. মেটাজেনেসিস অনুপস্থিত ।
  9. সাইডিপিড লার্ভা বিদ্যমান ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url