অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য
অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য
অরবিট
- পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রনসমূহ কতকগুলো নির্দিষ্ট পথে শক্তির কোনো বিকিরণ ব্যতিরেকে আবর্তনরত কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করে। এই পথগুলোকে কক্ষ পথ (orbit) বা শক্তি স্তর বলে ।
- উৎস : বোরের পরমাণু মডেল
- অরবিট দ্বারা পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তকার পথে ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝায় ।
- অরবিটে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে ।
- অরবিটগুলো বৃত্তকার
- প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়। n = 1, 2, 3 ..... = K, L, M...
অরবিটাল
- কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, তাকে পারমাণবিক অরবিটাল বা সংক্ষেপে অরবিটাল বলা হয়।
- উৎস : তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা
- অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিকভাবে ইলেকট্রনের আবর্তনকে বোঝায় ।
- অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে।
- অরবিটালগুলো বিভিন্ন আকৃতির হয়। S গোলাকৃতি, p অরবিটাল ডাম্বেল আকৃতির হয়।
- সহকারী কোয়ান্টাম সংখ্যা / দ্বারা সূচিত করা হয়। যেমন- 1 = 0, 1, 2, 3 ...... = s,p,d,f
নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য
নিউক্লিয় ফিশন
- একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়।
- কোনো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না ।
- শিকল বিক্রিয়া ঘটে।
- এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায়।
- বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়।
- বিক্রিয়া শেষে নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয়।
নিউক্লিয় ফিউশন
- হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে।
- সর্বাধিক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় ।
- শিকল বিক্রিয়া ঘটে না।
- এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না ।
- বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না ।
- বিক্রিয়া শেষে কোনো নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয় না।