অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য

অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য

অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য

অরবিট
  1. পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রনসমূহ কতকগুলো নির্দিষ্ট পথে শক্তির কোনো বিকিরণ ব্যতিরেকে আবর্তনরত কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করে। এই পথগুলোকে কক্ষ পথ (orbit) বা শক্তি স্তর বলে ।
  2. উৎস : বোরের পরমাণু মডেল
  3. অরবিট দ্বারা পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তকার পথে ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝায় ।
  4. অরবিটে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে ।
  5. অরবিটগুলো বৃত্তকার
  6. প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়। n = 1, 2, 3 ..... = K, L, M...

অরবিটাল
  1. কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, তাকে পারমাণবিক অরবিটাল বা সংক্ষেপে অরবিটাল বলা হয়।
  2. উৎস : তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা
  3. অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিকভাবে ইলেকট্রনের আবর্তনকে বোঝায় ।
  4. অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে।
  5. অরবিটালগুলো বিভিন্ন আকৃতির হয়। S গোলাকৃতি, p অরবিটাল ডাম্বেল আকৃতির হয়।
  6. সহকারী কোয়ান্টাম সংখ্যা / দ্বারা সূচিত করা হয়। যেমন- 1 = 0, 1, 2, 3 ...... = s,p,d,f

নিউক্লিয়ার ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য

নিউক্লিয় ফিশন
  1. একটি বড় নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়।
  2. কোনো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না ।
  3. শিকল বিক্রিয়া ঘটে।
  4. এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায়।
  5. বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয়।
  6. বিক্রিয়া শেষে নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয়।

নিউক্লিয় ফিউশন
  1. হালকা নিউক্লিয়াসসমূহ একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে।
  2. সর্বাধিক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় ।
  3. শিকল বিক্রিয়া ঘটে না।
  4. এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এবং উৎপাদিত শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যায় না ।
  5. বিক্রিয়ার উৎপাদ প্রকৃতিতে তেজস্ক্রিয় হয় না ।
  6. বিক্রিয়া শেষে কোনো নিউক্লিয় বর্জ্য পরিত্যক্ত হয় না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url