জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্যের হ্রাসের কারণ

প্রশ্ন:জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্যের হ্রাসের কারণসমূহ বর্ণনা কর। [জা.বি.-২০১৮]

জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্যের হ্রাসের কারণসমূহ বর্ণনা কর।What is biodiversity? Describe the causes of biodiversity loss

(উত্তর) জীববৈচিত্র্য : পৃথিবীপৃষ্ঠে, অন্তরীক্ষে এবং স্বাদু ও সামুদ্রিক জলাশয়ে বসবাসকারী জীবদের মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতাকে জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ ক্রমবর্ধমান উন্নয়ন, জনসংখ্যার বৃদ্ধি এবং নগরায়ণ ইত্যাদি বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি এবং বৃদ্ধির মধ্যে ভারসাম্য না থাকায় পৃথিবীতে জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি জীবের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে। জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- (ক) মনুষ্যসৃষ্ট কারণ; (খ) প্রাকৃতিক কারণ এবং (গ) বাস্তুতান্ত্রিক কারণ। নিচে কারণগুলো বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো

(ক) মনুষ্যসৃষ্ট কারণ : পরিবেশের ওপর মানুষের বিরূপ আচরণের ফলে জীববৈচিত্র্য ক্রমবিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। নিম্নে জীববৈচিত্র্য বিলুপ্তির মনুষ্যসৃষ্ট কারণগুলো আলোচনা করা হলো

(i) প্রাকৃতিক সম্পদ আহরণ : বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ অর্থাৎ তেল, গ্যাস, কয়লা ইত্যাদি আহরণের ফলে ভূত্বক ফাঁকা হয়ে যায়। এগুলো আহরণের জন্য খনির চারপাশের গাছপালা পরিষ্কার করতে হয়। ফলে জৈববৈচিত্র্য হ্রাস পায়।

(ii) সম্পদের অতিরিক্ত আহরণ: অনেক সময় সম্পদ মাত্রাতিরিক্ত আহরণ করা হয়। ফলে বিপন্ন হয়ে পড়ে কিছু প্রজাতি। প্রাকৃতিক উৎসসমূহে যেমন— নদীনালা, খালবিল, ডোবা, পুকুর ইত্যাদি থেকে ব্যবসায়িকভাবে মাছ, কচ্ছপ, কুমির, শুশুক, সাপ, ঝিনুক, শামুক, চিংড়ি নির্বিচারে আহরণ করা হচ্ছে। গন্ডার, সারসের ঠোঁট, হাতির দাঁত, হরিণের শিং, বাঘের চামড়া ইত্যাদি এগুলো সংগ্রহে রাখতে গিয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে চলেছে মানুষ। ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে পড়ছে।

(iii) শিল্পকারখানা : জনসংখ্যার বাড়ার সাথে সাথে বাড়ছে তাদের চাহিদা। ফলে স্থাপিত হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পকারখানা। নতুন নতুন শিল্পকারখানা স্থাপনের কারণে এখানে উৎপন্ন হয় বিভিন্ন বর্জ্য পদার্থ। এ রাসায়নিক বর্জ্য পদার্থ নিক্ষিপ্ত হয় বিভিন্ন জলাধারে। ফলে দূষণের কারণে সেখানে উপস্থিত জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হয়।

(iv) নির্মাণ কার্য : জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বাসস্থান নির্মাণের প্রয়োজন পড়ে। ফলে মানুষকে ধ্বংস করতে হচ্ছে বনাঞ্চল, কৃষিখেত, বাড়ির আশেপাশের পুকুর, খাল ভরাট করে নির্মাণ করতে হচ্ছে বাড়িঘর। এছাড়া বাসস্থানের পাশাপাশি প্রতিষ্ঠিত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্যও অধিক হারে ভূমি ব্যবহার করছে। এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য।

(v) রাস্তা ও যাতায়াত ব্যবস্থা : মানুষ তার নানা রকম প্রয়োজনে যেমন- রাস্তাঘাট তৈরি এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য অপরিকল্পিতভাবে গাছপালা কেটে ফেলে। এর ফলে মূল্যবান বনভূমি ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যায়। এ কারণে ধ্বংস হয়ে যায়। বিভিন্ন জীবজন্তুর আবাসস্থল ও প্রজাতি ক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

(vi) কৃষিখামার : জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রয়োজন হয় অধিক খাদ্য। আর অধিক খাদ্যের জন্য চাই অধিক ফলনশীল ফসলের চাষ এবং সঠিক জমি। এ কারণে বন ধ্বংস করে এবং জলাশয় ভরাট করে ঐ জমি কৃষিজমিতে পরিণত করা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি ধ্বংসও হচ্ছে।

(vii) রাসায়নিক সারের ব্যবহার : জমির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বেশি ফসল পাওয়ার আশায় জমিতে প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক সার। কীটনাশক, আগাছা নাশক ইত্যাদি পরিমিত মাত্রায় বা উচ্চমাত্রায় ব্যবহার করার ফলে। অনেক জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

(viii) ঔধি উদ্ভিদের সংগ্রহ অনেক আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান ঔষধ তৈরিতে বিভিন্ন ঔষধি উদ্ভিদ সংগ্রহ করে থাকে। কিন্তু বাণিজ্যিকভাবে চাষের অভাবে এগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে।

(ix) পশুচারণ : জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির স্বল্পতা দেখা দিয়েছে। ফলে কমে গেছে পশুচারণ ভূমি। এ কারণে দেখা যায় অল্প জায়গায় ধারণ ক্ষমতার অধিক পশু চারণ করা হয়। ফলে সেখানকার জীববৈচিত্র্য দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং একই জায়গায় অনেক পশু খামারের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক কারণ : বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণেও জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটে থাকে। এগুলোর মধ্যে কয়েকটি হলো

(i) বন্যা : বিভিন্ন সময় নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দেয়। ফলে নদী দুধারের যেসব বাস্তুতন্ত্র রয়েছে সেসব ক্ষতিগ্রস্ত হয়। অনেকদিন ধরে জলাবদ্ধতা দেখা দিয়ে অনেক জীব বিলুপ্তও হয়ে যেতে পারে।

(ii) জলোচ্ছ্বাস : উপকূলবর্তী এলাকায় প্রায় হানা দিচ্ছে নার্গিস, সিডর ও আইলা নামধারী বিভিন্ন জলোচ্ছ্বাস। এসব জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হচ্ছে উপকূলবর্তী জৈববৈচিত্র্যের আধার।

(iii) ভূমিকম্প : ভূমিকম্পের কারণে জৈববৈচিত্র্যের ব্যাপক ক্ষতিসাধিত হয়। ভূমিকম্পের ফলে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। নষ্ট হয় হাজার হাজার গাছপালা।

(iv) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত : এই অগ্ন্যুৎপাতের ফলে আশেপাশের সব জীব পুড়ে যায়। মাটির স্তরও ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে নতুন করে উদ্ভিদরাজি উন্মোচনও সম্ভব হয়ে ওঠে না।

(v) হিমবাহ পুরু বরফের প্রবাহের কারণে জৈববৈচিত্র্য বিলুপ্ত হয়। আদিকালে একাধিক হিমবাহের কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং প্রজাতির সংখ্যা হ্রাস পেয়েছে।

(vi) ভূমিধস : এর ফলে বড় বড় নদীর পাড় ভেঙে পড়ে এবং অনেক সময় পাহাড়ও ধসে পড়ে। ফলে বিলুপ্ত হয়ে যায় অনেক দুর্লভ প্রজাতি। 

ব্যস্তুতান্ত্রিক কারণ : ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক কারণ জীববৈচিত্র্য বিলুপ্তির পেছনে প্রভাব বিস্তার করে। নিচে কিছু উল্লেখ করা হলো

(i) প্রতিযোগিতা দুর্বল প্রজাতিগুলো কলোনি তৈরি করতে ব্যর্থ হয়। অপরদিকে সবল প্রজাতিগুলো খুব সহজেই কলোনি তৈরি করতে পারে। এ কারণে দুর্বল প্রজাতিটি সবল প্রজাতির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। অবেশেষে ধ্বংস বা বিলুপ্ত হয়ে যায়।

(ii) আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন: পরিবেশ দূষণের ফলে বিশ্বব্যাপী পরিবর্তিত হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এর কারণে আগাম বর্ষা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বায়ুমণ্ডলের বহুস্তর হ্রাস, CO-গ্যাসের পরিমাণ বৃদ্ধি, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া তথা উষ্ণায়নের ফলে জৈববৈচিত্র্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। ধারণা করা হচ্ছে একসময় বাংলাদেশের কিছু উপকূলীয় অঞ্চল সমুদ্রের নিচে চলে যাবে। ফলে সেখানের জীবেরাও তলিয়ে যাবে।

Question: What is biodiversity? Describe the causes of biodiversity loss?


(Answer) Biodiversity: Biodiversity is the genetic, species and ecological differences between the living things on the earth's surface, in space and in freshwater and marine bodies.
Causes of biodiversity loss The demand for biodiversity is also increasing due to increasing development, population growth and urbanization. Earth's biodiversity is declining due to imbalance between creation and growth. This has resulted in natural disasters as well as life threats. The causes of biodiversity extinction can be divided into three main types. Namely- (a) man-made causes; (B) natural causes and (c) ecological causes. The reasons are discussed in detail below

(A) Man-made causes: Biodiversity is on the verge of extinction as a result of adverse human behavior on the environment. The man-made causes of biodiversity extinction are discussed below

(i) Extraction of natural resources: Extraction of different types of natural resources i.e. oil, gas, coal etc. results in emptying of crust. To extract these, the vegetation around the mine has to be cleared. As a result, biodiversity is reduced.

(ii) Excessive extraction of resources: In many cases excessive extraction of resources is done. As a result, some species became endangered. Fish, turtles, crocodiles, porpoises, snakes, oysters, snails, shrimps are being extracted commercially from natural sources such as rivers, canals, ponds, ponds etc. Rhinos, stork beaks, ivory, deer antlers, tiger skins, etc., have been destroyed by humans in their collection. As a result, many species are becoming extinct.

(iii) Industries: As the population grows, so does their demand. As a result, various types of industries are being set up. Due to the establishment of new industries, various waste products are generated here. These chemical wastes are dumped in different reservoirs. As a result, the biodiversity present there is destroyed due to pollution.

(iv) Construction work: New housing needs to be constructed due to population growth. As a result, people have to destroy forests, agricultural fields, ponds around houses, canals have to be filled and houses have to be built. In addition to housing, educational institutions, hospitals and other infrastructures are being set up using more land for construction. Biodiversity is being damaged due to this.

(v) Roads and transportation system: People cut down trees for their various needs such as construction of roads and development of transportation system. As a result, valuable forests are gradually destroyed. Due to this it was destroyed. Habitats and species fields of various animals are completely destroyed.

(vi) Agriculture: Due to population growth more food is required. And for more food we want to cultivate more productive crops and proper land. Due to this, the land is being turned into agricultural land by destroying forests and filling up water bodies. As a result, biodiversity is being damaged and even destroyed.

(vii) Use of chemical fertilizers: Different types of chemical fertilizers are applied to the land in the hope of getting higher yields to increase the productivity of the land. As a result of using moderate or high doses of pesticides, herbicides etc. Many biodiversity are severely damaged.

(viii) Collection of Rhythm Plants Many Ayurvedic institutes collect various medicinal plants for making medicines. But due to lack of commercial cultivation, these are becoming depleted.

(ix) Livestock: Due to increase in population, there is scarcity of land. As a result, grazing land has decreased. Due to this it is seen that more animals can be grazed in a small space. As a result, the biodiversity there is being severely hampered and many livestock farms in the same area are also being affected. Natural causes: Extinction of biodiversity also occurs due to various natural causes. Here are some of them

(i) Floods: Floods occur due to rising river water at different times. As a result, the ecosystems on both sides of the river are damaged. Many organisms can become extinct due to waterlogging for a long time.

(ii) Tidal waves: Various tidal waves named Nargis, Sidr and Aila are raging in the coastal areas. All this Coastal biodiversity is being destroyed due to tidal surges.

(iii) Earthquakes: Earthquakes cause extensive damage to biodiversity. Thousands in different countries as a result of the earthquake People lose their lives. Thousands of plants are destroyed. 

(iv) Volcanic eruption: This eruption burns all the surrounding organisms. The soil layer is also damaged. As a result It was not possible to plant new plants there.

(v) Glaciers are depleted of biodiversity due to the flow of thick ice. In ancient times many species became extinct due to multiple glaciers and the number of species decreased.

(vi) Landslides: As a result of which the banks of big rivers break and in many cases the hills also collapse. As a result, many became extinct Rare species. 

Ecological factors: Ecological or ecological factors influence the extinction of biodiversity. Mention some below Was done

(i) Competitively weaker species fail to form colonies. On the other hand, strong species can easily form colonies. For this reason, the weaker species cannot survive in competition with the stronger species. Eventually destroyed or extinct.

(ii) Climate and Climate Change: Climate and climate are changing worldwide as a result of environmental pollution. As a result of early rainfall, excess rainfall, drought, multi-layer depletion of the atmosphere, increase in CO-gas levels, increase in ambient temperature, greenhouse reactions and warming, biodiversity is being severely damaged and will continue to be in the future. The idea is that some coastal areas of Bangladesh will one day go under the sea. As a result, the living beings there will also sink.
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous May 19, 2022 at 8:40 AM

    🖤🖤

Add Comment
comment url