সাংগঠনিক মাত্রা কী? Organizational dimension

সাংগঠনিক মাত্রা কী? প্রাণিজগতে প্রাপ্ত জৈবিক সংগঠনের স্তর বা সাংগঠনিক স্তরগুলো কী কী? বিভিন্ন প্রকার সাংগঠনিক স্তরের বর্ণনা দাও।

সাংগঠনিক মাত্রা কী?/What is the organizational dimension?

ভিত্তর সাংগঠনিক স্তর বা মাত্রা

বিবর্তনের ধারায় প্রাণী অকোষীয় হতে ক্রম জটিলতর প্রাণীতে পরিণত হয়েছে। এভাবে প্রাণিজগতের বিবর্তনের ধারায় ধীরে ধীরে সরল থেকে জটিল প্রাণী সৃষ্টির প্রতিটি স্তরকে বা ধাপকে সাংগঠনিক স্তর বলে। প্রাণিজগতে প্রাপ্ত বিভিন্ন প্রাণীর দেহে ৫ ধরনের সংগঠন ক্রমমাত্রা বা স্তর পরিলক্ষিত হয়। যথা:

১। প্রোটোপ্লাজমীয় স্তর বা মাত্রার সংগঠন 

এককোষী প্রোটোজায়ান সরলতম প্রাণীসদৃশ জীবে প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায়। : এসকল জীবে একটি মাত্র কোষের মাধ্যমে জীবের সকল জৈবিক ও শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদিত হয়।উদাহরণ : কলোনিবাসী সদস্য ব্যতীত সকল প্রোটোজোয়ান। যথা— Amoeba, Plasmodium, Euglena ইত্যাদি।

২। কোষীয় স্তরের বা মাত্রার সংগঠন : 

যে দেহগঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষিত হয়। সে ধরনের দেহগঠনকে কোষীয় স্তরের সংগঠন বলে। এক্ষেত্রে একধরনের শ্রম বিভাজন দেখা যায়। যেমন— কিছু কোষ জনন ক্রিয়ায়, অন্য কোষগুলো পুষ্টিসংক্রান্ত কাজে নিয়োজিত থাকে উদাহরণ Porifera গর্বভুক্ত প্রাণীতে এ ধরনের সংগঠন দেখা যায়।

৩। কোষ টিস্যুমাত্রার সংগঠন 

একই ধরনের কতকগুলো কোষ যখন একটি ভিন্ন কাজ সম্পাদনের জন্য সুনির্দিষ্ট স্তরে সমষ্টিগত বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রার সংগঠন বলে। এক্ষেত্রে প্রাণীর দেহে কোনো অঙ্গ গঠিত হয় না। শুধু টিস্যুর মাধ্যমে সকল জৈবনিক কার্যাবলি সম্পাদিত হয়। উদাহরণ: Cnidaria পর্বভুক্ত প্রাণীতে এ ধরনের সংগঠন দেখা যায়।

৪। টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন :

স্বাধীন ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের নিমিত্তে যখন প্রাণিদেহে একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে তখন সেই গঠনকে টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন বলে।
উদাহরণ : Platyhelminthes পর্বভুক্ত প্রাণিদেহে এ ধরনের সংগঠন মাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে। এক্ষেত্রে চক্ষুবিন্দু, প্রোবোসিস, চোষক, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ যাত্রার সংগঠনের উদাহরণ।

৫। অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন : 

উচ্চতর প্রাণিগোষ্ঠীতে এ ধরনের গঠন দেখা যায়। এক্ষেত্রে বিভিন্ন অঙ্গ একত্রে কিছু কাজ সম্পাদনের জন্য অঙ্গতন্ত্র সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রার জটিল গঠনে উন্নত করেছে। তন্ত্রগুলো দেহে পরিপাক শ্বসন, রেচন, সংবহন, প্রজনন প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে।
উদাহরণ-- অধিকাংশ পর্বে এ ধরনের সংগঠন মাত্রা দেখা যায়। এ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে নিমারটিয়ান (Nemartean) নামক এক সামুদ্রিক প্রাণিগোষ্ঠীতে। আর এ সংগঠন মাত্রার চরম উৎকর্ষ সাধিত হয়েছে Chordata পর্বের
Mammalia শ্রেণিভুক্ত প্রাণিগোষ্ঠীতে।
উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে প্রাণী বিবর্তনের ধারায় বিভিন্ন সংগঠন স্তর বা মাত্রা অতিক্রম করে ধীরে ধীরে চূড়ান্ত সংগঠন মাত্রায় উন্নত ও জটিল প্রাণীতে পরিণত হয়েছে।


What is the organizational dimension? What are the levels or organizational levels of biological organization found in the animal kingdom? Describe the different types of organizational levels.


Organizational level or dimension of the base

In the course of evolution, animals have gradually evolved from non-cellular to more complex. Thus, in the course of the evolution of the animal kingdom, each stage or stage of creation, from simple to complex, is called the organizational level. There are 5 types of organization sequences or levels observed in the bodies of different animals found in the animal kingdom. E.g.

1. Organization of protoplasmic layers 

Protoplasmic organization is found in the simplest animal-like organisms. : In all these organisms, all the biological and physiological functions of the organism are performed by a single cell.
Example: All protozoans except colony members. Namely: Amoeba, Plasmodium, Euglena etc.

2. Cellular Level Organization: 

A body structure in which certain cells combine to form a specific function. Such anatomy is called cellular level organization. In this case a kind of division of labor is seen. For example, some cells are involved in reproduction, while others are involved in nutritional activity.
Example Porifera is seen in such organizations in proud animals.

3. Organization of cell tissue dimensions 

When some cells form a group of tissues in a group at a specific level to perform a different function, this type of structure is called cell tissue dimension organization. In this case no organ is formed in the body of the animal. All biological functions are performed by tissue alone. Example: This type of organization is seen in animals belonging to the genus Cnidaria.

4. Organization of Tissue Organ Dimensions: 

The organization of tissue organ dimensions is when the combination of different organs made up of multiple tissues occurs in the animal body for independent and comfortable living.
Example: Platyhelminthes is one of the earliest known forms of organization in animals. In this case, eye drops, proboscis, suckers, genitals, etc. are examples of the organization of tissue organs.

5. Organization of organ systems: 

This type of structure is seen in higher animal groups. In this case, the various organs have developed the body to the highest level of complex structure by creating organ systems to perform certain functions together. Tantras are involved in the basic functions of the body like digestion, respiration, excretion, circulation, reproduction etc.
Example-- This type of organization level is seen in most episodes. The formation of this dimension first appeared in a group of marine animals called Nemartean. And this organization has achieved the ultimate level of Chordata episode Mammalia in the classified fauna.
From the above discussion it is evident that in the course of animal evolution, different organizations have gradually evolved into more and more advanced organization complex levels by crossing the level or dimension.

Next Post Previous Post
1 Comments
  • Top Ten Technology
    Top Ten Technology July 5, 2022 at 9:58 AM

    This comment has been removed by the author.

Add Comment
comment url