জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০ Animal Diversity
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিষয় প্রাণিবিদ্যা
কোর্স শিরোনাম : Animal Diversity-1; Protozoa and Non-Chordates
কোর্স কোড: 213103
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(1) 'Radiata' বলতে কী বুঝ? (What do you mean by 'Radiata'?]
উত্তর : যেসব পর্বের প্রাণীদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হিসেবে প্রাথমিক অরীয় এবং দ্বি-অরীয় প্রতিসাম্যতা দেখা যায় তাদেরকে Radiata বলে।
(2) অসকিউলাম-এর সংজ্ঞা দাও। | Give the definition of Osculum.
উত্তর : Scypha-র দেহের অগ্রপ্রান্তে অবস্থিত একমাত্র প্রশস্ত রঞ্জটির নাম অসক্যুলাম, যার মাধ্যমে স্পরোসিল গহ্বরটি দেহের বাইরে মুক্ত হয়।
(3) জুগুরিয়াম কী? | What is Zoarium? |
উত্তর: কতগুলো পৃথক Zooid একসাথে মিলিত হয়ে যে জটিল কলোনী তৈরি হয় তাই জুওরিয়াম নামে পরিচিত। নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে এটি দেখা যায়।
(ঘ) মিক্সোট্রফিক পুষ্টি কী? (What is Mixotrophic nutrition?]
উত্তর Euglena-র পুষ্টি প্রক্রিয়াকে মিক্সেট্রফিক পুষ্টি বলা হয়। কারণ এরা হলোফাইটিক এবং স্যাপ্রোফাইটিক উভয় পদ্ধতির মাধ্যমে পুষ্টি সাধন করে থাকে। মূলত Euglena-র দেহে প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্য একই সাথে বিদ্যমান থাকায় পুষ্টি প্রক্রিয়াতে এ ধরনের দ্বৈত পদ্ধতি সম্পন্ন হয়।
(ঙ) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতে কী বুঝ?[What do you mean by Gastrovascular cavity? |
উত্তর : নিডারিয়া পার্বের প্রাণীদের মধ্যে খাদ্য পরিপাক ও পরিবহণের জন্য, পাকস্থালী, গ্যালেট, অরীয় নালী ও বলয় নালী মিলে যে গহ্বর তৈরি করে তাই গ্যাস্ট্রোডাম্বুলার গহ্বর বলে।
(চ) এপিটোক অঞ্চল বলতে কী বুঝায়? [What is meant by Epitoke region?]
উত্তর: Heteroneanthes-এর দেহের পশ্চাৎ অধিকাংশ জননাঙ্গ এবং জননকোষ সমন্বিত খশুকগুলোর সমন্বয়ে গঠিত অঞ্চলকে এপিটোক বলে।
(ছ) বোানাসের অঙ্গ কী? (What is organ of Bojanus? ]
উত্তর: Lamellidens-এর বৃক্ককে বোজেনাস অঙ্গ বলে।
(8) অ্যাপেনডিক্স মাসকুলিনা কী? [What is Appendix Musculina? |
উত্তর: স্ত্রী চিংড়ি থেকে আলাদা করতে যে অঙ্গের প্রয়োজন হয় তাকে অ্যাপেনডিক্স মাসকুলিনা বলে।
(9) স্লাইড গ্রন্থি কী? | What is stime gland?]
উত্তর : যে গ্রন্থি বিভিন্ন প্রাণীদের মধ্যে মিউকাস উপাদান তৈরি করে সেই গ্রন্থিকে স্লাইম গ্রন্থি বলে।
(10) হেক্সাকাস্থ বলতে কী বুঝায়? [What is meant by Hexacanth? |
উত্তর: Taenia-র লার্ভা দেশকে হেক্সকাস্থ বলে।
(ট) কালাজ্বর কী? (What is kala-azar?
উত্তর: কালাজ্বর বা Black fever একটি পরজীবীঘটিত দীর্ঘস্থায়ী রোগ যা Leishmania donowani নামক একপ্রকার প্রোটোজোয়া পরজীবীর আক্রমণের মাধ্যমে ছড়ায় এবং বেলেমাছির কামড়ের সাহায্যে একটি বিস্তার লাভা করে।
(ঠ) Lingula কোন পর্বের প্রাণী? [In which phylum Lingula belongs to? |
উত্তর: Lingula Brachiopoda পর্বের প্রাণী।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
1। Astropecten-এর লার্ভার বর্ণনা দাও।[Describe the larva of Astropecten.]
২। Cteaophora পর্বের বৈশিষ্ট্যগুলো লেখ।[Write down the characteristics of phylum Ctenophora.]
৩। চিত্রসহ কোয়ানোসাইট কোষের গঠন ও কাজ লেখ। [Write down the structure and functions of a Choanocyte cell with labelled diagram.]
4। Englena এর চলন বর্ণনা কর।[Describe the locomotion of Euglena.]
৫। হিমোসিল ও সিলোমের মধ্যে পার্থক্য দেখাও।[Differentiate between Hacmocoel and Coelom.]
৬। Ascaris এর পরজীবীয় অভিযোজন বর্ণনা কর। [Describe the parasitic adaptation of Ascaris.]
৭। Obelia এর জীবনচক্রে মেটাজেনেসিসের বর্ণনা দাও।[Describe the metagenesis in the life-cycle of Obelia.]
৮। কানেকটিভ ও কমিশিউর-এর মধ্যে পার্থক্য দেখাও।[Differentiate between connective and commisure.]
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
১০। Paramecium-এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর।[Describe the conjugation process of Paramecium.]
১১। Eimeria tenella-এর জীবনচক্র বর্ণনা কর।[Describe the life-cycle of Eimeria tenella.]
১২। দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Platyhelminthes পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।[Classify the phylum Platyhelminthes upto orders with two diagnostic characters and one example of each.]
১৩। Lamellidens- এর শ্বসনতন্ত্র বর্ণনা কর।[Describe the respiratory system of Lamellidens.]
14। Macrobrachium- এর রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা দাও।[Describe the circulatory system of Macrobrachium.]
১৫। Balanoglossus-এর সম্বন্ধপরতা আলোচনা কর।[Discuss the affinities of Balanoglossus. J
১৬। Neanthes-এর রেচনতন্ত্রের বর্ণনা দাও। [Describe the excretory system of Neanthes. J
১৭। নিম্নলিখিত যেকোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান, খাদ্য ও অর্থনৈতিক গুরুত্ব লেখ :
(1) Spongilla(2) Trypanosoma(3) Balamus
(4) Echinus [Write down the habit, habitats, food and economic importance of any two of the following animals (a) Spongilla (b) Trypanosoma (c) Balanus (d) Echinus)
LOVE IT