জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯ Animal Diversity
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯
বিষয় : প্রাণিবৈচিত্র্য-১ (প্রোটোজোয়া ও নন-কর্ডাটা) Animal Diversity-l: (Protozoa and Non-chordates)
বিষয় কোড: ২১৩১০৩
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(ক) স্লিপার অ্যানিম্যালকুল কী? [What is slipper animalcule?]
উত্তর : Paramecium কে সাধারণভাবে 'স্লিপার অ্যানিম্যালকুল'(slipper animalcule) বলা হয়। কেননা বাহ্যিকভাবে এদের দেখতে অনেকটা চটি জুতার মতো।
(খ) পেলিকল কী? [What is Pellicle?]
উত্তর : Euglena-এর সমগ্র কোষীয় দেহ একটি সূক্ষ্ম নমনীয় প্রোটিন নির্মিত আবরণে আবৃত থাকে, যাকে পেলিক্ল (Pellicle) বলে।
(গ) স্যাপ্রোজোয়িক পুষ্টি কী? [What is saprozoic nutrition ?]
উত্তর : সূর্যালোকের অনুপস্থিতিতে Euglena একটি বিশেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে এটি স্যাপ্রোজোয়িক পুষ্টি নামে পরিচিত।
উত্তর : সূর্যালোকের অনুপস্থিতিতে Euglena একটি বিশেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে এটি স্যাপ্রোজোয়িক পুষ্টি নামে পরিচিত।
(ঘ) স্টিগমা কী? [What is stigma?]
উত্তর : Euglena-তে সাইটোফ্যারিংসের নিচে এবং সংকোচনশীল গহ্বরের বিপরীতে একটি উজ্জ্বল লাল রঙের বড় দাগ বা চিহ্ন দেখা যায় যাকে চক্ষু বিন্দু (eye spot) বা স্টিগমা বলে।
উত্তর : Euglena-তে সাইটোফ্যারিংসের নিচে এবং সংকোচনশীল গহ্বরের বিপরীতে একটি উজ্জ্বল লাল রঙের বড় দাগ বা চিহ্ন দেখা যায় যাকে চক্ষু বিন্দু (eye spot) বা স্টিগমা বলে।
(ঙ) অস্ট্রিয়া কী? [What is ostia? ]
উত্তর : Scypha-এর দেহতলে অসংখ্য আণুবীক্ষণিক আন্তঃকোষীয় ছিদ্র বর্তমান এদেরকে অস্টিয়া (ostia) বলে।
(চ) প্যারাজোয়া বলতে কী বুঝ? [What do you mean by parazoa?]
উত্তর : যেসব বহুকোষী প্রাণীদের কোষগুলোর মধ্যে কোনো সমন্বয় (coordination) নেই, কার্যগত দিক থেকে কোনো শ্রমবিভাজন (division of labour) দেখা যায় না এবং কোষগুলো মিলে কোনো কলা (tissue) বা অঙ্গ (organ) গঠন করে না, তাদেরকে প্যারাজোয়া (Parazoa) বলে।
উত্তর : যেসব বহুকোষী প্রাণীদের কোষগুলোর মধ্যে কোনো সমন্বয় (coordination) নেই, কার্যগত দিক থেকে কোনো শ্রমবিভাজন (division of labour) দেখা যায় না এবং কোষগুলো মিলে কোনো কলা (tissue) বা অঙ্গ (organ) গঠন করে না, তাদেরকে প্যারাজোয়া (Parazoa) বলে।
(ছ) ইনস্টার কী? [What is instar? ]
উত্তর : কীটপতঙ্গ বা অন্যান্য invertebrate প্রাণীর বিকাশের সময় দুইবার মোল্টিং এর মধ্যবর্তী পর্যায়কে ইনস্টার বলা হয়।
(জ) র্যালা বলতে কী বুঝ? [What do you mean by radula? ]
উত্তর : Pila-সহ প্রায় সব Mollusca পর্বের প্রাণীর মুখবিবরের মেঝেতে ওডোনটোফোরের শীর্ষদেশে বাদামি বর্ণের ফিতার ন্যায় কাইটিন নির্মিত যে বিশেষ অঙ্গটি অবস্থান করে তার নাম রাড়ুলা।
(ঝ) প্যারাপোডিয়াম কী? [What is parapodhim?]
উত্তর: Neanthes-এর প্রথম ও শেষ দেহখণ্ডক ব্যতীত প্রতিটি খণ্ডকের উভয় পার্শ্বে একটি করে মোট একজোড়া অতীয় চ্যাপটা, ফাঁপা, পাতায় ন্যায় মাংসল উপবৃদ্ধি থাকে। এদের প্রতিটিকে প্যারাপোডিয়াম (বহু বচনে প্যারাপোডিয়া) বলে।
(i) বাইপিনারিয়া কোন প্রাণীর লার্ভা? [What is the name of the animal of bipinaria larva? |
উত্তর: Astropecien-এর লার্ভা দশার নাম হলো বাইপিনারিয়া লার্ভা।
(ট) প্লিওপোড বলতে কী বুঝ? [What do you mean by pleopod? ]
উত্তর : চিংড়ি ৬ জোড়া উদর উপাঙ্গের সাহায্যে সাতার কাটে, এদের Pleopod বলে।
(ঠ) সবুজ গ্রন্থি কী? [What is green gland?]
উত্তর : চিংড়ির শিরোপাঙ্গ অ্যান্টিনার কক্সায় মটর বীজের মতো একটি গ্রন্থি বা অ্যান্টিনারী গ্রন্থি বিদ্যমান যা সবুজ গ্রন্থি নামে পরিচিত।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
২। Euglena-র প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।[Mention the animal and plant character of Euglena.]
3. Paramecium-এর চলন বর্ণনা কর। [Describe the locomotion of Paramecium]
4. Eimeria-র রোগতাত্ত্বিক দিক লেখ। [Write down the pathogenecity of Eimeria.]
৫। স্কোলেক্স-র গঠন বর্ণনা কর। [Describe the structure of scolex.]
6। Parazoa ও Metazoa এর মধ্যে পার্থক্য লেখ।[Write down the differences between Parazoa and Metazoa.]
৭। চিত্রসহ শিখা কোষের গঠন ও কাজ লেখ।[Write down the structure and functions of a flame cell with labelled diagram.]
৮। বগুরু ও প্রোগ্লটিডের মধ্যে পার্থক্য লেখ।[Write down the differences between segment and proglottid.]
9। Neanthes 3 Heteroneanthes-এর মধ্যে পার্থক্য কর।[Differentiate Neanthes from Heteroneanthes.]
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
১০। চিহ্নিত চিত্রসহ Hormiphora-র অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা কর।[Describe the morphological structure of Hormiphora with labelled diagam.]
১১। Scypha-র নালিতন্ত্র বর্ণনা কর। [Describe the canal system of Scypha.]
১২। Obelia-র বিভিন্ন ধরনের জুইডের বর্ণনা দাও। [ Describe different types zooids of Obelia]
১৩। Taenia solium-এর জীবনচক্র বর্ণনা কর। [Describe the life cycle of Taenia solium.]
১৪। চিংড়ির শিরোপাঙ্গসমূহের বর্ণনা দাও। [Describe the cephalic appendages of prawn.j ]
১৫। তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Mollusca পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।"[Classify the phylum Mollusca up to classes with three diagnostic characters and one example of each.]
১৬। Astropecten-এর পানি সংবহন তন্ত্রের বর্ণনা দাও।[Describe the water vascular system of Astropecten.]
১৭। নিম্নলিখিত যেকোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান ও অর্থনৈতিক গুরুত্ব লেখ :[Write down the habit, habitats and economic importance of any two of the following animals]:
(ক) Leishmania
(খ) Schistosoma
(গ) Tubifex
(ঘ) Drosophila
(খ) Schistosoma
(গ) Tubifex
(ঘ) Drosophila
ভালো লিখা ,,অনেক সুন্দর