জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৮ Animal Diversity

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৮
বিষয় : প্রাণিবৈচিত্র্য-১ (প্রোটোজোয়া ও নন-কর্ডাটা)
Animal Diversity-1: (Protozoa and Non-chordates)
বিষয় কোড : ২১৩১০৩

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৮ Animal Diversity Question


ক-বিভাগ
যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও :

(ক) হলোজোয়িক সৃষ্টি কী? [What is holozoic nutrition?]
উত্তর : যেসব জীব সূর্যালোককে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদের পুষ্টিকে হলোজোয়িক পুষ্টি বলে। একে অনেক সময় হেটারোট্রফিক (heterotrophic) পুষ্টিও বলা হয়।

(খ) মেটাজেনেসিস কী? [What is metagenesis?] 
উত্তর : কোনো জীবের জীবনচক্রে যখন অযৌন ও যৌন দশা একটির পর অপরটি পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং প্রতিটি দশাই ডিপ্লয়েড (2n) দশায় থাকে, তখন সেই প্রক্রিয়াকে মেটাজেনেসিস বলে।

(গ) চিনিপাত কী? [What is Comb-plate?]
উত্তর : Harmiphora-র দেহের বহিঃতলে সমদূরত্বে আটটি সিলিয়াযুক্ত পাত থাকে, এদের চিরুনিপাত (Comb-plate) বলে।

(ঘ) 'Radiata' কারা? [Those who are 'Radiata'?]
 উত্তর : নিডারিয়া ও টিনোফোরা পর্বের প্রাণীদের একত্রে রেডিয়াটা বলে।

(ঙ) প্রোগ্লোটিড কী? (What is proglottid?)
উত্তর: Tarnia-এর স্ট্রোবিলার প্রত্যেকটি খণ্ডকে প্রোগ্লোটিড (Proglottid) বলে। 

(6) পিনিয়াল সিটি কী? [What is Peneal setae?]
উত্তর : পুরুষ Ascaris-এর অবসারণি থেকে একজোড়া কাইটিন নির্মিত সুচের ন্যায় অঙ্গের সৃষ্টি হয়, এদের পিনিয়াল সিটি বলে।

(ছ) Lamellidens-এর লার্ভার নাম কী? [What is the name of Larva of Lamellidens ?]
উত্তর: গ্লোকিডিয়াম লার্ভা।

(জ) কালিমছি কী? (What is Ink-gland?)
উত্তর : কালিমন্থি হলো কতিপয় Cephalopod মোলাস্কায় আত্মরক্ষাকারী অঙ্গ, যা শত্রুর আক্রমণে এদের পালিয়ে যেতে সাহায্য করে।

(য) Heteroneanthes দশা কাকে বলে? [What is Heteroneanthes phase?]
উত্তর: Neanthes-এর যৌন পরিপক্ব দশাকে Heteroneanthes বলা হয়।

 (10) লোফোফোর কী? | What is lophophore?!
উত্তর : Phoronida, Ectopoda ও Branchiopoda পর্বের প্রাণীদের দেহের অগ্রভাগে অবস্থিত একগুচ্ছ কর্ষিকা পরিবেষ্টিত মুকুটের মতো আকৃতি বিশেষকে লোফোফোর বলে।

(ট) টাইডসম্যানের বস্তু কী? [What is Tiedemann's bodies?]
উত্তর: Astropecten-এর রিং ক্যাষ্টনষ্টলর আন্তঃপ্রাচীষ্টর ৯টি ক্ষুদ্রাকৃতির স্ফীতকায় বস্তু আন্তঃব্যাসার্ধ অঞ্চষ্টল থাষ্টক। এষ্টদর টাইডম্যানস বড়ি বষ্টল।

(ঠ) Balanoglossus-এর সাধারণ নাম কী? [What is the common name of Balanoglossus ?]
উত্তর: Acorn worm.


খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

1. Caccidiosis কী? এর লক্ষণ ও প্রতিকার লেখ।

2. কোয়ানোসাইট ও পিনাকোসাইটের মধ্যে পার্থক্য লেখ।[Differentiate between choanocyte and pinacocyte.]

3. "Obelia-একটি ত্রিরূপ কলোনি”-ব্যাখ্যা কর। ["Obelia is a trimorphic colony" Explain]

4. পুরুষ চিংড়ি ও স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য লেখ।[Differentiate between a male and a female prawn.] 

5. মুক্তা গঠনের কৌশল বর্ণনা কর। (Describe the mechanism of pearl formation.)

6. Peripatus-এর আর্থ্রোপোড বৈশিষ্ট্য উল্লেখ কর। [Mention the arthropod characteristics of peripatus.]

7. Astropectem-এর পানি সংবহনতন্ত্রের গুরুত্ব উল্লেখ কর।[Cite the significance of water vascular system of Astropecten.]

8. টরনারিয়া লার্ভার গঠন বর্ণনা কর।


গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :

১০। Paramecium-এর সংশ্লেষ পদ্ধতির বিবরণ দাও। [Describe the conjugation process of paramecium.]

১১। Scypha-এর বিভিন্ন প্রকার স্পিকিউলের বর্ণনা দাও। [Describe different types of spicules found in Scypha.]

12. তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য একটি উদাহরণসহ Annelida পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর
[Classify the phylum Annelida up to classes with three diagnostic characters and one example.]

১৩। শামুকের স্নায়ুতন্ত্রের বর্ণনা দাও।[Describe the nervous system of Pila.]

১৪। Neanthes-এর প্রজনন ও পরিস্ফুটন বর্ণনা কর।[Describe the reproduction and development of Neanthes.]

১৫। হিমোসিল কী? চিংড়ির রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা দাও। [What is haemocole? Describe the circulatory system of prawn.]

১৬। Astropecten-এর হিমাল ও পেরিহিমালতন্ত্রের বর্ণনা দাও। [Describe the haemal and perihaemal system of Astropecten.]

১৭। নিম্নলিখিত যেকোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান ও অর্থনৈতিক গুরুত্ব লেখ :
Trypanosoma;
(খ) Physalia;
(গ) Fasciola;
(ঘ) Loligo.
Next Post Previous Post
2 Comments
  • Michael Phillips
    Michael Phillips May 7, 2022 at 10:14 PM

    Good content

  • Sad Urdu Poetry
    Sad Urdu Poetry October 20, 2022 at 1:40 PM

    Good content

Add Comment
comment url