জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৭ Animal Diversity
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৭
বিষয় : প্রাণী বৈচিত্র্য-১ (প্রোটোজোয়া ও নন-কার্ডাটা)
Animal Diversity-1: (Protozoa and Non-chordates)
বিষয় কোড : ২১৩১০৩
ক-বিভাগ১। নিচের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(ক) পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি কে প্রবর্তন করেন? [Who introduced five kingdom classification system?]
উত্তর : R. H. Whitaker (1969)
(খ) পামেলা দশা কী? (What is palmella stage?)
উত্তর : অনেক সময় কতগুলো Eugiena একত্রে দলবদ্ধ হয়ে ফ্লাজেলার বিলুপ্তি ঘটায় এবং জিলেটিন নামক পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে একটি সাধারণ আবরণে আবদ্ধ হয়, এই বিশেষ অবস্থাকে পামেলা দশা বলে।
(গ) স্পাসিল কী? (What is Spongocoel?)
উত্তর: Scypha-র দেহাভ্যন্তরের কেন্দ্রীয় গহ্বরকে স্পঞ্জোসিল বলে।
(ঘ) 'প্যারাজোয়া' শব্দের শাব্দিক উৎপত্তি লেখ। [Write down the derivation of the word 'Parazoa]
উত্তর : Parazon শব্দটি দুটি গ্রিক শব্দ যথা- Para অর্থ beside or along side (পার্শ্বধারা) এবং Zoon অর্থ animal (প্রাণি) থেকে উৎপত্তি লাভ করেছে। যার আভিধানিক অর্থ হচ্ছে 'পার্শ্বযারা প্রাণি' (beside animal)
(ঙ) অসফ্রাডিয়াম কী? (What is Osphradium?)
উত্তর : Pila-র ম্যাস্টল গহ্বরের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় যে ডিম্বাকার সংবেদী অঙ্গটি পানির রাসায়নিক ঘ্রাণ ও খাদ্যের স্বাদ গ্রহণে সহায়তা করে তার নাম অসফ্রাডিয়াম।
(চ) ডাইজেনেটিক জীবনচক্র কী? (What is digenetic life cycle?)
উত্তর : দুটি পোষকের মাধ্যমে কোনো প্রাণির জীবনচক্র সম্পন্ন হলে তাকে ডাইজেনেটিক জীবনচক্র বলে।
উত্তর : দুটি পোষকের মাধ্যমে কোনো প্রাণির জীবনচক্র সম্পন্ন হলে তাকে ডাইজেনেটিক জীবনচক্র বলে।
(ছ) প্যারাপোডিয়াম কী? [What is parapodium?]
উত্তর: Neanthes-এর মন্ত্রক ও পাইজিডিয়াম ছাড়া দেহকাণ্ডের প্রতি খণ্ডকের উভয় পার্শ্বে একটি করে যে চ্যাপটা, ফাঁপা মাংসল পাতার ন্যায় উপবৃদ্ধি থাকে তাদের প্যারাপোডিয়াম বলে।
(8) ট্রাইকোসিস্ট কী? (What is Tricocyst?)
উত্তর : Paramecium-এর সময় এটোপ্লাজমে বেসাল বডির সাথে একান্তরভাবে অসংখ্য ক্ষুদ্রাকৃতির ডিম্বাকার থলির মতো অঙ্গাণু সাজানো থাকে এদের ট্রাইকোসিস্ট (tricocyst) বলে।
(ষ) রাড়ুলার এক সারিতে দাঁতের সংখ্যা কত? [How many teeth in a row of Radula?]
উত্তর : ৭টি।
(ঞ) কোন প্রাণী 'পর্তুগিজ ম্যান অব ওয়ার' নামে পরিচিত? [Which animal is known as 'Portuguese Man of War'?]
উত্তর: Physalia
(ট) 'যকৃত পঁচন রোগ’ কোন পরজীবী দ্বারা হয়? [ Which parasite causes 'Liver rot disease'?]
উত্তর : Facicla hepatica.
(ঠ) Ascaris-এর সার্ভার নাম কী? [What is the name of the larval stage of Ascaris?]
উত্তর : র্যাবডাইটিফর্ম লার্ভা।
উত্তর : র্যাবডাইটিফর্ম লার্ভা।
kho-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
1. Paramecium-এর চলন বর্ণনা কর।[Describe the locomotion of Paramecium.]
2. Taenia solium-এর স্কোলেক্সের গঠন বর্ণনা কর।[Describe the structure of scolex of Taenia solium.]
3. মেটাজেনেসিস এবং জনুক্রমের মধ্যে পার্থক্য উল্লেখ কর।[Mention the differences between metagenesis and alternation of generation.min ]
4. Ascaris-এর রোগতত্ত্ব উল্লেখ কর। [Mention the pathogenecity of Ascaris]
5. Apicomplexa-র বৈশিষ্ট্য লেখ। [Write down the characteristics of Apicomplexa.]
6. Pila-র জলজ শ্বসন প্রক্রিয়া বর্ণনা কর।[Describe the machanism of aquatic respiration of Pila.]
7. Neanthes Heteroneanthes-এর মধ্যে পার্থক্য লেখ।[Write the difference between Neanthes and Heteroneanthes.]
8. Balanoglossus-এর Annelid বৈশিষ্ট্য উল্লেখ কর।[Mention the Annelid characteristics of Blaanoglossus.]
গ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
১০। Euglena-র দৈহিক গঠন বর্ণনা কর। [Describe the morphology of Euglena.]
১১। জ্যুওয়েড কী? Obelia-র বিভিন্ন ধরণের জ্যুওয়েডের বর্ণনা দাও। [What is zooi!? Describe different zooids of Obelia.]
১২। দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Platyhelminthes পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। [Classify the phylum platyhelminthes upto order with two diagnostic characteristics and one example of each.]
১৩। Hormiphora-র অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বিরবণ দাও।[Describe the morphological characteristics of Hormiphora.]
১৪। Taenia salium-এর জীবনচক্র বর্ণনা কর।[Describe the lifecycle of Taenia solium.]
১৫। চিংড়ির শিরোপাঙ্গসমূহের বর্ণনা দাও। [Describe the cephalic appendages of prawn.]
১৬। Astropecten-এর পানি সংবহনতন্ত্রের বর্ণনা দাও। [Describe the water vascular system of Astropecten.]
১৭। নিম্নলিখিত যেকোনো দুইটি প্রাণির স্বভাব, বাসস্থান, খাদ্য ও খাদ্যাভ্যাস উল্লেখ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও [Describe briefly on any two of the following animals mentioning their habit, habitai and food and feeding]
(ক) Leishmania; (খ) Gorgonia; (গ) Dentalium; (ঘ) Drosophila.j
Very good Website .. that's s good content
Good for honars student
❤️❤️❤️