জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৬ Animal Divesity

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৬ 
বিষয় : প্রাণিবৈচিত্র্য-১ : (প্রোটোজোয়া ও নন-কর্ডাটা) Animal Divesity-1: (Protozoa & Non-chordates) বিষয় কোড : ২১৩১০৩

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৬  Animal Divesity Question

ক-বিভাগ
১। নিচের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও

(ক) প্যারাজোয়ান পর্ব কোনগুলো? [ Which are the Parazoan phyla?]
উত্তর: প্ল্যাকোজোয়া (Placozoa) ও পরিফেরা (Porifora) 

(খ) কক্সিডিওসিস কী? (What is Coccidiosis?)
উত্তর : কক্সিডিওসিস হলো একটি পরজীবীঘটিত রোগ যা কক্সিডিয়ান প্রোটোজোয়া দ্বারা পোষক প্রাণীর দেহে বিস্তার লাভ করে। 

(গ) মনোজেনেটিক জীবনচক্র কাকে বলে? [What is monogenetic life cycle?]
উত্তর: একটিমাত্র পোষক দ্বারা জীবনচক্র সম্পন্ন হওয়াকে মনোজেনেটিক জীবনচক্র বলে। 

(ঘ) স্পিকিউল কী? [What is Spicule?]
উত্তর: স্পঞ্জিত তত্ত্ব এবং CaCo, নির্মিত স্পঞ্জের কঙ্কালকে স্পিকিউল বলে। 

(ঙ) হিমোসিল বলতে কী বুঝ? [What do you mean by Hamocoel ?]
উত্তর : রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। 

(চ) 'Comb plate' কী? [What is 'Comb plate'?]
উত্তর: Homiphora-র দেহের বহিঃতলে সমদূরত্বে আটটি সিলিয়াযুক্ত পাত থাকে, এদেরকে চিরুনিপাত বা ‘Comb plate বলে। 

(ঘ) ব্লাস্টোগোর কাকে বলে? [What is called Balstopore?]
উত্তর : গ্যাস্ট্রলা গহ্বরের বাইরে যোগাযোগকারী ছিদ্রকে ব্লাস্টোপোর বলে। 

(জ) সবুজ গ্রন্থি কী? [What is green gland?]
উত্তর : চিংড়ির অ্যান্টেনার কক্সা খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটরদানার মতো গ্রন্থি অবস্থান করে একে সবুজ গ্রন্থি বলে।

(ঝ) istropecien এর লার্ভা দশার নাম কী? [What is the name of the larval stage of Astropecten?]
উত্তর: normal-এর লার্ভা দশার নাম হলো বাইপিনারিয়া লার্ভা। 

(a) 'Devil fish' কোন প্রাণীকে বলা হয়? [Which animal is called 'Devil fish?]
উত্তর: Octopus-কে Devil fish বলা হয়। 

(ট) শিখা কোষ কী? [What is flame cell?]
উত্তর : শিখা কোম হলো চ্যাপটা কৃমিদের রেচন অঙ্গ।

(ঠ) পেরিস্টোমিয়াম এর সংজ্ঞা দাও। [Give the definition of Peristomium.] 
উত্তর : Vorticella, Echinodorm, Neanthes প্রভৃতি প্রাণীর মুখছিদ্রকে বেষ্টন করে অবস্থিত আংটির ন্যায় গঠনকে পেরিস্টোমিয়াম বলে।

খ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। ফ্লাজেলা এবং সিলিয়ার মধ্যে পার্থক্য কর। [Distinguish between Flagella and Cilia.]

৩। 'Obelia Colony' একটি ট্রাইমরফিক কলোনি ব্যাখ্যা কর।[Explain: 'Obelia Cotony' is trimorphic.] 

4.  Taenia এর পরজীবীয় অভিযোজনগুলো উল্লেখ কর।[Mention the parasitic adaptations of Taemia.]

৫। গোলকৃমি ও চ্যাপটাকৃমির মধ্যে পার্থক্য নির্দেশ কর।[Show the differences between round worm and flat worm.] 

৬। দ্বিশাখ উপাঙ্গ কী? একটি আদর্শ দ্বিশাখ উপাঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন কর।[What is biramous appendage? Draw a labelled diagram of a typical biramous appendage.

7.  Lamellidans-এর খোলকের গঠন বর্ণনা কর।[Describe the structure of the shell of Lamellidens.] 

8.  কমপক্ষে একটি করে উদাহরণসহ লোফোফোরবাহী পর্বসমূহের নাম লেখ। [Write down the name of Lophophorate phyla with at least one example of each.J

৯। Peripatus এর আর্থ্রোপোড বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। [Mention the Arthopod characteristics of Peripatus.]

গ-বিভাগ
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০। কনজুগেশন কী? Puramecium এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর। [What is conjugation? Describe the process of conjugation in Paramecium.] 

১১। Scypha এর বিভিন্ন প্রকার কোষের গঠন ও কাজের বর্ণনা দাও।[Describe the structure and function of different types of cells pf Scypha.]

১২। Aurelia এর জীবনচক্র বর্ণনা কর। [Describe the life-cycle of Aurelia.]

১৩। Hormiphora এর পরিপাক সংবহতন্ত্রের গঠন বর্ণনা কর।[Describe the structure of gastro-vascular system of Hormiphora.]

১৪। বৈশিষ্ট্য ও উদাহরণসহ Annelicia পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।[Classify phylum Annelida up to order with diagnostic characters and examples.] 

১৫। কমিশিউর ও কানেকটিভ কী? Pila এর স্নায়ুতন্ত্রের বর্ণনা দাও।[What is commissure and connective? Describe the nervous system of Pila.] 

১৬। Balanoglossus এর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বিবরণ দাও।[Describe morphological features of Balanoglossus.]

১৭। নিম্নলিখিত যেকোনো দুইটি প্রাণীর স্বভাব, বাসস্থান, খাদ্য ও খাদ্যাভ্যাস উল্লেখ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও :[Describe briefly on any two of the following animals mentioning their habits, habitats, food and feeding:]
(1) Trypanosoma;
(খ) Spongilla;
(গ) Octopus;
(ঘ) Housefly.
Next Post Previous Post
3 Comments
  • Jannat
    Jannat May 14, 2022 at 6:25 PM

    Good content

  • Anonymous
    Anonymous May 14, 2022 at 6:30 PM

    ভালো একটি সাইট,,, বিশেষ করে স্টুডেন্ট এর জন্যে

  • Anonymous
    Anonymous June 7, 2022 at 1:25 PM

    🖤

Add Comment
comment url