স্নাতক উদ্ভিদবিজ্ঞান ২০১৫-২০১৯

স্নাতক উদ্ভিদবিজ্ঞান- ১
২০১৫-২০১৯ সালের খ এবং গ বিভাগের প্রশ্ন

স্নাতক উদ্ভিদবিজ্ঞান ২০১৫-২০১৯ সালের খ এবং গ বিভাগের প্রশ্ন

খ বিভাগ:
1. উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য লিখ।
2. চিকিৎসা শাস্ত্রের ব্যাকটেরিয়ার ভূমিকা কী?
3. Gnetum- এর জীবন চক্র আঁক।
4. লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
5. ধানের বাদামী দাগ রোগের জীবণুর নাম, লক্ষণ ও প্রতিার লিখ ।
6. Riceia থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক উদ্ভিদ শ্রেণিবিন্যাসবিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য কী?
7. ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এর পার্থক্য লিখ।
8. T2-ভাইরাসের গঠন বর্ণনা কর।
9. Saccharomyces-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। কোয়ারেন্টাইন আইনের সুবিধা ও অসুবিধাগুলো লিখ। 10.গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ। 
11. Anthoceras থ্যালাস এর প্রস্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক। লিমনোলজি পাঠের গুরুত্ব সম্পর্কে লিখ।
12. Gnetum এর উন্নত বৈশিষ্ট্যগুলো লেখ। রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
13. উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য লিখ।
14. ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে লিখ ।
15.ম্যাক্রান্ড্রাস ও ন্যানানড্রাস প্রজাতি বলতে কী বুঝ?
16. ICBN কী? ICBN-এর মূলনীতিসমূহ লিখ ।
17. ভিরয়েডস-এর বৈশিষ্ট্য উল্লেখ কর।
18. হ্রদ কী? অলিগোট্রপিক ও ইউট্রপিক হ্রদের গঠন বর্ণনা কর। 
19. মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর। ককের স্বীকার্যসমূহ আলোচনা কর।
20. শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখ।
21. নীলাভ সবুজ শৈবালকে Cyanobacteria বলা হয় কেন?
22. ফাইটোপ্লাঙ্কটনের অর্থনৈতিক গুরুত্ব লেখ।
23. লিমনোলজির গুরুত্ব লেখ। 
24. Gnetum-এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লেখ।
25. Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।
26. ইউট্রফিক হ্রদের বৈশিষ্ট্য লেখ।
27. নিটামের গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। 
28. মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর।
29. উদাহরণসহ DNA ভাইরাস ও RNA ভাইরাসের পার্থক্য কর।
30. লাইকেনের গুরুত্ব লেখ।
31. Anthoceros-এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লেখ ।
32. Selaginella স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
33. ICBN-এর প্রধান নীতিগুলো উল্লেখ কর।
34. Fabaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।
35. নিম্নলিখিত উদ্ভিদসমূহের ব্যবহার লেখ 
(i) Aloe indica;  (ii) Azadirachta indica
(iii) Terminalia arjuna; (iv) Rauwolfia serpentina.

গ বিভাগ
1. ছত্রাক কী? উদাহরণসহ শ্রেণি পর্যন্ত Alexopoulos-এর শ্রেণিবিন্যাসটি বর্ণনা কর।
2. শৈবাল-এর সংজ্ঞা দাও । Oedogonium SP -এর দৈহিক গঠন বর্ণনা কর। 
(ক) বেসিনের আকারের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।
(খ) Abtgiceris-এর ক্যাপসিউলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও। 
3. রিকেটশিয়া এবং মাইকোপ্লাজমা-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। 
4. চিত্রসহ Poaceae এবং Solanaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লিখ চা এর চাষ এবং চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
5. উদাহরণসহ লাইকেন-এর শ্রেণিবিন্যাস কর।
6. নিম্নলিখিত উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ এবং ব্যবহার লিখ :
(ক) ধান; (খ) পাট; (গ) কাঁঠাল; (ঘ) আঁখ; (ঙ) টমেটো।
7. এঙ্গলার-প্রান্টলের শ্রেণিবিন্যাসের পরিলেখ বর্ণনা কর।
8. চিহ্নিত চিত্রসহ একটি ব্যাকটেরিয়াম কোষের সূক্ষ্ম গঠন বর্ণনা কর।
9. ধানের টুংরো রোগ ও লেবুর ক্যাঙ্কার রোগের রোগ জীবাণুর নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণের বর্ণনা দাও।
(ক) উদাহরণসহ ব্রায়োফাইটার শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
(খ) Riccia থ্যালাসের গঠন চিত্রে দেখাও।
10. চিত্রসহ Saccharomyces এর হ্যাপ্পো-ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর।
11. Malvaceae এবং Fabaccae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ । 
(ক) ব্যক্তজীবী উদ্ভিদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।
(খ) Cycas-এর পুং স্ট্রোবিলাসের বর্ণনা দাও।
12. নিম্নলিখিত গ্রুপগুলো থেকে দুটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম ও ব্যবহৃত অংশ উল্লেখ কর :
(ক) ভেষজ; (খ) কাঠ; (গ) তৈল; (ঘ) তদ্ভ; (ঙ) সবজি।
13. HIV-এর গঠন ও সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর।
14. বীজস্বভাব কী? Selaginella-এর জীবস্বভাব সম্পর্কে আলোচনা কর।
15. উদাহরণ ও বৈশিষ্ট্যসহ Fristch অনুযায়ী শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর। 
ক. ভূমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানোব্যাক্টেরিয়ার ভূমিকা আলোচনা কর।
খ. ফ্লাজেলার সজ্জারীতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস উদাহরণ ও চিত্রসহ বর্ণনা কর। 16. ফাইটোপ্ল্যাংকটন-এর সংজ্ঞা দাও। আকার ও বসতির উপর ভিত্তি করে ফাইটোপ্ল্যাংকটনের শ্রেণিবিভাগ কর।
17. উদ্ভিদ রোগের পূর্বাভাস কী? উদ্ভিদদেহে সৃষ্টি হয় এমন বিভিন্ন রোগ লক্ষণসমূহ আলোচনা কর।
18. টীকা লিখ (যে কোনো দুইটি) :
ক. পাটের কাণ্ড পঁচা রোগ;
খ. চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি;
গ. Solanaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য।
19. নিম্নলিখিত উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর :
ক. সরিষা;    খ. থানকুনি;
গ. মেহগনি;   ঘ. কার্পাস তুলা; 
ঙ. ঢেঁড়স;
20. বংশগতীয় পুনর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়ার বর্ণনা দাও । 
21. Oedogonium-এর ন্যান্নান্ড্রাস প্রজাতিতে পুংগ্যামেট সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর ।
22. Anthoceros-এর স্পোরোফাইটের বৃদ্ধি ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
23. ছত্রাকের যৌন জনন বর্ণনা কর।
24. উদ্ভিদ ভাইরাসের গঠন বর্ণনা কর।
25. ধানের বাদামি দাগ রোগ এবং লেবুর ক্যাঙ্কার রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, রোগলক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা লেখ।
26. বাংলাদেশে রাবার চাষ ও এর প্রক্রিয়াজাতকরণের বর্ণনা দাও।
27. টীকা লেখ (যেকোনো দুইটি) 
ক. Cycas-এর মেগাস্পোরোফিল 
খ. Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব 
গ. উদ্ভিদ সংগনিরোধ 
28. জীবের উৎপত্তি সম্পর্কিত “জৈব রাসায়নিক সৃষ্টি মতবাদ” আলোচনা কর ।
29. ঈস্ট-এর হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর।
30. Fritsch অনুসারে উদাহরণ ও বৈশিষ্ট্যসহ শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর।
31. Riccia-এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।
32. হেটেরোস্পোরি কী? Selaginella-এর বীজ স্বভাব আলোচনা কর।
33. পাটের কাণ্ড পচা রোগ এবং ধানের টুংরো রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, রোগ লক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা লেখ।
34. বাংলাদেশে চা চাষ ও এর প্রক্রিয়াজাতকরণের বর্ণনা দাও।
35. টীকা লেখ (যেকোনো দুটি )
(ক) HIV
(খ) উদ্ভিদ রোগের পূর্বাভাস 
(গ) জীবন্ত জীবাশ্ম 
Next Post Previous Post
3 Comments
  • Anonymous
    Anonymous May 14, 2022 at 6:27 PM

    খুবই ভালো,,অনেক উপকার হইলো

  • Anonymous
    Anonymous May 15, 2022 at 10:02 PM

    Good 👍😊

  • Anonymous
    Anonymous July 24, 2022 at 2:59 PM

    Code kaha sa mila ga

Add Comment
comment url