Comparison of Sri Lanka situation with Pakistan

Comparison of Sri Lanka situation with Pakistan

Comparison of Sri Lanka situation with Pakistan

Before comparing the current situation of Sri Lanka with Pakistan, let us know a recent incident. A few days ago, Pakistan's Planning Minister Ahsan Iqbal called to reduce tea consumption and said, "I appeal to everyone to reduce the daily consumption of tea to two cups. Because, we have to import tea with credit.

Pakistan is one of the major tea importing countries in the world. In fiscal year 2021-2022, the people of Pakistan drank $400 million worth of tea. Pakistan imported tea worth six million dollars in the last financial year. Now the country's government is calling everyone to reduce tea consumption because of the dollar crisis.

All indicators of Pakistan's economy are now negative. The country's foreign exchange reserves are dwindling daily, inflation is high, expatriate income is falling. The value of the currency also fell to the lowest level.

To cope with this difficult situation, it has also sought loans from international organizations, under the conditions, the decree has approved the sale of state assets. The government of Pakistan is also seeking help from other countries. There is also political instability. The country's economic crisis has worsened. Political instability has also made it difficult to deal with the crisis.

How much is Pakistan's economy in crisis?

In the last 50 years, the currency of Pakistan has depreciated by 4,100 percent. In May 1972, 1 dollar was 4.76 rupees. Now 1 dollar is sold for 250 rupees in the open market of Pakistan.

Bloomberg, a US economic newspaper, lists countries that are in a dangerous position due to foreign debt. Pakistan is fourth in the list. Pakistan's debt currently stands at 71.3 percent of the country's gross domestic product (GDP).

Half of Pakistan's debt is from China. China has loaned $64 billion to Pakistan for various projects under the China-Pakistan Economic Corridor through Pakistan under Beijing's Road and Zone Project.

The price of fuel in Pakistan is skyrocketing. There is no electricity in all the cities and villages. Angry people are demanding uninterrupted power supply.

Why Pakistan is being compared with Sri Lanka?

Economists think that the current crisis in Sri Lanka, Pakistan is also going on the same path. Pakistan's economy is also in downward trend like Sri Lanka. Like Sri Lanka, the economy is in crisis due to wrong policies and corruption. Economic conditions are expected to worsen amid political instability.

Pakistan and Sri Lanka have faced a crisis in their foreign exchange reserves. Also, like Sri Lanka, Pakistan's economic crisis has paved the way for political instability. If Pakistan's economic crisis becomes evident, it is thought that the people of Pakistan will take to the streets like Sri Lanka.

Sources: The Diplomat, BBC, Express Tribune, Outlook India, South China Morning Post.

In Bangla:

শ্রীলঙ্কার পরিস্থিতির সাথে পাকিস্তানের তুলনা

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির সাথে পাকিস্তানের তুলনা টানার আগে সাম্প্রতিক একটা ঘটনা জেনে নিই। কয়েকদিন আগে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চা পান কমিয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘দৈনিক চা পানের পরিমাণ দুয়েক কাপ কমিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। কারণ, আমাদের চা আমদানি করতে হয় ঋণ নিয়ে।’

পাকিস্তান বিশ্বের অন্যতম প্রধান চা আমদানিকারক দেশ। ২০২১-২০২২ অর্থবছরে পাকিস্তান এর মানুষ ৪০ কোটি ডলারের চা পান করেছে। গেল অর্থবছরে ছয় কোটি ডলারের চা আমদানি করেছে পাকিস্তান। এখন চা পান কমাতে সবার প্রতি আহবান জানাচ্ছে দেশটির সরকার কারন ডলার সংকট।

পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক হয়ে আছে । দেশটিতে বৈদেশিক মুদ্রার মজুত প্রতিদিন কমে চলেছে, মূল্যস্ফীতি অনেক বেশি, প্রবাসী আয় কমছে। মুদ্রার মানও কমে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।

কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ চেয়েও পড়েছে শর্তের মধ্যে, রাষ্ট্রের সম্পদ বিক্রির জন্য অধ্যাদেশে অনুমোদন দিয়েছে। অন্যান্য দেশের কাছেও সাহায্য চাচ্ছে পাকিস্তান সরকার। সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা তো আছেই। দেশটির অর্থনৈতিক সংকটের অবনতি ঘটেছে। পাশাপাশি সংকট মোকাবিলা কঠিন করেছে রাজনৈতিক অস্থিতিশীলতা।

পাকিস্তানের অর্থনীতি কতটা সংকটে?

গত ৫০ বছরে ৪ হাজার ১০০ শতাংশ পাকিস্তানের মুদ্রা রুপির দরপতন হয়েছে । ১৯৭২ সালের মে মাসে ১ ডলার ৪.৭৬ রুপি ছিল । এখন পাকিস্তানের খোলাবাজারে ১ ডলার ২৫০ রুপিতে বিক্রি হয়েছে ।

অর্থনীতিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিদেশি ঋণের কারণে বিপজ্জনক অবস্থানে থাকা দেশগুলোকে নিয়ে একটি তালিকা করে । তালিকায় পাকিস্তান চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের ঋণের পরিমাণ বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭১ দশমিক ৩ শতাংশ।

পাকিস্তানের ঋণ এর অর্ধেক চীন থেকে নেওয়া। পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে ৬৪ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন যা বেইজিংয়ের নেওয়া সড়ক ও অঞ্চল প্রকল্পের আওতায় পাকিস্তানের মধ্য দিয়ে চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের অধীনে।
পাকিস্তানে জ্বালানির মূল্য এখন আকাশচুম্বী। শহর ও গ্রাম সব জায়গায় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করার দাবি জানাচ্ছে ক্ষুব্ধ মানুষ।

পাকিস্তান কে কেন শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হচ্ছে ?

অর্থনীতিবেদরা মনে করছেন শ্রীলঙ্কায় এখন যে সংকট চলছে, পাকিস্তানও সেই পথেই চলছে । পাকিস্তানের অর্থনীতিও শ্রীলঙ্কার মতো নিম্নমুখী। শ্রীলঙ্কার মতোই ভুল নীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি সংকটে পড়েছে । রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে ও শ্রীলঙ্কার মতো বৈদেশিক মুদ্রার মজুত এর সংকট পড়েছে। এ ছাড়া শ্রীলঙ্কার মতোই পাকিস্তানের অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পথ তৈরি করে দিয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করলে শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মানুষও রাস্তায় নামবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ডিপ্লোম্যাট, বিবিসি, রয়টার্স, এক্সপ্রেস ট্রিবিউন, আউটলুক ইন্ডিয়া, সাউথ চায়না মর্নিং পোস্ট।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url